Advertisment

Coronavirus India Update: গত ২ মাসে দৈনিক সংক্রমণ সর্বনিম্ন, সুস্থতার পথে দেশ

coronavirus update 6 june 2021: গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India logs 13,596 new Covid-19 cases 18 october 2021

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

coronavirus india update 6 june 2021: টানা ১০ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ২ লক্ষের নিচে। করোনাজয়ীর সংখ্যা বেড়ে ৯৩ শতাংশের উপর। ক্রমশ সুস্থতার পথে ভারত। গত দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার অতিক্রমণ করায় উদ্বেগ বেড়েছিল। তবে, শনিবার সেই হার অনেকটাই কমেছে। কমছে সক্রিয় রোগীর হারও।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সুস্থতার হার ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৭৫ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১৫ লক্ষের নিচে। আপাতত অ্যাকটিভ কেস ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ জন।

আরও পড়ুন- লকডাউন সত্ত্বেও টানা আট মাস জিএসটি আদায় ছাড়াল লক্ষ কোটি

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কয়েক সপ্তাহ আগেও প্রায় চার হাজারের উপর ছিল। পরে তা কমতে শুরু করে। বেশ কয়েকদিন তা ৩ লক্ষে থমকে গিয়েছিল। কিন্তু, গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক মৃত্যু হার কমে হয়েছে ২ হাজার ৬৭৭ জন।

বর্তমানে দেশে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন। মোট মৃত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৪৯ জন।

দেশে ইতিমধ্যেই ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার ৪১৭ জনের টিকাকরণ হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona Corona Vaccination Corona India Coronavirus Pandemic Corona Death
Advertisment