ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যে মঙ্গলবার অনেকটা কম ছিল দেশের দৈনিক কোভিড-গ্রাফ। কিন্তু বুধবার একলাফে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। তবে সামান্য কমেছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৩৯ জন। মঙ্গলবার যে সংখ্যাটা ছিল ৬ হাজার ৮২২।
এদিন একধাক্কায় ২৩ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। ওমিক্রন আতঙ্কের মধ্যে যা উদ্বেগ বাড়িয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ২২০। সামান্য কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫২৫ জন।
দেশে মোট সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার ১৩৭ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৯৫২ জনের। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৩৩। রাজ্যে-রাজ্যে টিকাকরণের গতি বাড়ানোর প্রচেষ্টা জারি। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও টিকাকরণে আরও বেশি জোর দেওয়া নিয়ে রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১২৯.৫ কোটি ডোজ।
আরও পড়ুন ‘দরিদ্র ও চরম অসাম্যে’র দেশ ভারত! বিশ্ব রিপোর্টে উঠে এল কঙ্কালসার দশা
উল্লেখ্য, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক দেশজুড়ে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ওমিক্রণ আক্রান্তের হদিশ মিলেছে। করোনার নয়া প্রজাতির এই ভাইরাসের মোকাবিলায় রাজ্যে-রাজ্যে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বিশেষ গাইডলাইনও পাঠানো হয়েছে। এছাড়াও একাধিক রাজ্য নিজেদের মতো করেও ওমিক্রন মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন