Advertisment

দেশে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা, ৩ মাসে সর্বনিম্ম

টিকাকরণও চলছে জোর কদমে। দেশে এখনও পর্যন্ত মোট ২৮ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India logs 13,596 new Covid-19 cases 18 october 2021

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

Coronavirus India: প্রায় তিন মাস পর করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কমল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। পাশাপাশি করোনায় মৃত্যু হার নিয়ে যে চিন্তা ছিল, তাও কিছুটা কমল।

Advertisment

সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। রবিবার কোভিডে দেশে মৃত্যু হয়েছিল ১ হাজার ৫৭৬ জনের। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার মৃতের সংখ্যা দেড় হাজারের নিচে নামল। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের।

আরও পড়ুন, জাঁকিয়ে বসছে নিম্মচাপ! সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

দেশে টিকাকরণও চলছে জোর কদমে। দেশে এখনও পর্যন্ত মোট ২৮ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১৯০ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ১৯৯ জন।

দেশের পাশাপাশি বাংলাতে কমছে করোনা। রবিবার ২ হাজার ১৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৫, উত্তর ২৪ পরগনায় ৩৩২ জন। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২ লক্ষ ৯৯ হাজার ৫৫২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২ হাজার ৩৭ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment