কোভিডে তৃতীয় ঢেউ আসন্ন, তবে তার আগে স্বস্তি দিচ্ছে করোনা গ্রাফ। টানা এক সপ্তাহ ঘরে দেশে দৈনিক সংক্রমণের হার ৫০ হাজারের নীচে রইল। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৪৩ হাজার ৭১ জন। যা গত দিনের তুনলায় কিছুটা কম। দৈনিক করোনামুক্তের সংখ্যা ৫২ হাজার ২৯৯ জন। কমছে সক্রিয় করোনা রোগীর হার। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। তবে শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনায় মৃত্যু হার কিছুটা বেড়েছে। শনিবার কোভিড সংক্রমণে প্রাণ গিয়েছে ৯৫৫ জনের।
এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ অতিক্রান্ত। করোনায় ভারতে প্রাণ গিয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জনের।
শনিবার দেশে ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০ নমুনা পরীক্ষা হয়েছে। দৈনিক টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজা ৩০৬ জনের।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার প্রমাদ গুণছে ভারত। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত আকার নেবে করোনার তৃতীয় ঢেউ। তবে তার ভয়াবহতা দ্বিতীয় ঢেউয়ের থেকে কম হবে। গাণিতিক মডেলের ভিত্তিতে সরকারি প্যানেলের বিজ্ঞানীরা জানিয়েছেন যে, দ্বিতীয় ঢেউয়ের অর্ধেক সংখ্যক মানুষ তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারেন। তবে, তৃতীয় ঢেউয়ের প্রভাব রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন