Advertisment

স্বস্তি বাড়িয়ে মৃত্যু কমল দেশে, আক্রান্তের হারে চিন্তা বৃদ্ধি

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Second Wave in India, Cambridge Survey, Corona Graph

করোনায় চলছে অক্সিজেন চিকিৎসা

Coronavirus India Updates: সম্প্রতি করোনার মৃত্যু হার বৃদ্ধি নতুন করে চিন্রা বাড়িয়ে তুলেছিল দেশে। তবে বৃহস্পতিবারের পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিলেছে। করোনায় ফের কমল দৈনিক মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের।

Advertisment

তবে মৃত্যু কমলেও আক্রান্ত ফের বাড়ল। ৪০ হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন।

আরও পড়ুন, দার্জিলিংয়ে বেড়াতে যাবেন? এই দুটি জিনিস না থাকলে ঢোকা যাবে না পাহাড়ে

মৃত্যুর পাশাপাশি বেড়েছে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২ হাজার অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে। দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন।

উত্তর-পূর্ব ভারতের অবস্থা বেশ চিন্তার। আসামে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। মণিপুরে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৪। সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও অবস্থা তথৈবচ। দেশের বাকি রাজ্যগুলির মধ্যে কেরল এবং মহারাষ্ট্রে চিন্তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৬০২ জন কোভিড আক্রান্ত হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment