শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৫৮৭ জন। অনেকটাই কমেছে মৃত্যুর হার। এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জনের।
প্রায় দু’মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কম হল। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী।
দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে গত এক মাস ধরে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। সংক্রমণের হারও কমে হয়েছে ৪ শতাংশের কম। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন।দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন