দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। পরিসংখ্য়ানের নিরিখে রোজই নয়া রেকর্ড গড়ছে ভারত। করোনাভাইরাসে সবেথেকে বেশি আক্রান্ত দেশগুলির তালিকায় এবার সপ্তম স্থানে উঠে এসেছে ভারত।
Advertisment
স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮ হাজার ৩৯২ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের মৃত্য়ু হয়েছে দেশে। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১ লক্ষ ৯০ হাজার ৫০০। ভারতে করোনায় মোট মৃত্য়ু হয়েছে ৫ হাজার ৩৯৪ জনের।
এদিন, কর্নাটকে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে স্বাস্থ্য় কর্মীদের উদ্দেশে বক্তব্য় রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ''ভাইরাস অদৃশ্য়, কিন্তু আমাদের স্বাস্থ্য় কর্মীরা অপরাজেয়। অদৃশ্য় শত্রু ও অপরাজেয়দের যুদ্ধে ডাক্তাররা জিতবেই''। পাশাপাশি করোনা যুদ্ধে স্বাস্থ্য় কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এদিকে, আজ থেকে দেশে শুরু হয়েছে আনলক ১। কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে। ৩টি পর্যায়ে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
প্রথম ধাপে, আগামী ৮ জুন থেকে শর্তসাপেক্ষে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ধর্মীয় স্থান খোলা হবে। দ্বিতীয় ধাপে, স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে, তা জুলাই মাসে ঠিক করা হবে। তৃতীয় ধাপে, আন্তর্জাতিক উড়ান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্য়াসেম্বলি হল-সহ যেসব ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়নি, তা চালু করার ব্য়াপারে অগাস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে শুধুমাত্র লকডাউন চলবে বলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে।