বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনিভাইরাস প্রকোপের কথা ঘোষণা করেছে। চিনের হুবেই প্রদেশ থেকে এই রোগের উৎপত্তি, ইতিমধ্যেই ২০টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীব্যাপী জরুরি পরিস্থিতিসৃষ্টি হয়েছে। করোনিভোরাসের প্রাদুর্ভাবে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত, রোগ ধরা পড়েছে ৯৬৯২ জনের দেহে। চিনের স্বাস্থ্য দফতর এ খবর জানিয়েছেন।
জনস্বাস্থ্যে গুরুতর ঘটনার প্রতিরোধে তৈরি হয়েছে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়মাবলীর আওতায় জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিকে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়, যার জেরে অন্যত্রও জনস্বাস্থ্য বিপর্যস্ত হতে পারে, এবং যাকে ঠেকাতে আন্তর্জাতিক স্তরে সংহতি প্রয়োজন।
বেজিংয়ের ভারতীয় দূতাবাস য়ুহানের ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, শুক্রবার সন্ধের মধ্যেই তাঁদের সেখান থেকে নিয়ে আসা হবে। শুধু য়ুহান নয়, হুবেই প্রদেশ থেকেও ভারতীয় নাগরিকদের সরানোর বন্দোবস্ত করা হচ্ছে।
য়ুহান থেকে ৪০০ জনকে নিয়ে শনিবার বেলা দুটোয় এয়ার ইন্ডিয়ার বিমানের দিল্লিতে পৌঁছনোর কথা।