করোনার বিরুদ্ধে কোমর বেঁধে যুদ্ধ করছে ভারত। মারণ ভাইরাসকে রখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে ঘরে ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা। হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার কী পদক্ষেপ করছে, সে ব্যাপারে জানতে কেন্দ্রের থেকে স্টেটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট।
করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে ফিরতে পরিযায়ী শ্রমিকরা যেভাবে রাস্তায় ভিড় করছেন, তাতে উদ্বেগ প্রকাশ করে ২টি আলাদা জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব ও রশ্মি বনশল। সেই মামলার প্রেক্ষিতে এদিন সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করে দেশের সর্বোচ্চ আদালত। করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের জন্য় উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বলে এদিন আদালতে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।
আরও পড়ুন: লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা ওড়াল কেন্দ্র
উল্লেখ্য়, করোনা মোকাবিলায় দেশে ২১দিনের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দেশে সমস্ত ধরনের গণপরিবহণ পরিষেবা বন্ধ রয়েছে। ফলে পায়ে হেঁটেই ঘরে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিকরা। রবিবার কেন্দ্রের তরফে রাজ্য়গুলিকে নির্দেশিকায় বলা হয়, রাস্তায় যেন কাউকেই হাঁটতে না দেওয়া হয়। একইসঙ্গে কেন্দ্রের তরফে বলা হয়, লকডাউন চলাকালীন যেসব পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন, তাঁদের ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখা বাধ্যতামূলক।
প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া হাজার ছুঁয়েছে। ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে হয়েছে ২৯। কোভিড-১৯ মোকাবিলায় লকডাউনের মেয়াদ আপাতত বৃদ্ধির কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।
Read the full story in English