করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে দেশ। জারি হয়েছে ২১ দিনের লকডাউন। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৪৯। তবে যে হারে আক্রান্তের সংখ্য়া বাড়ছে, তাতে পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল বলে মনে করছে স্বাস্থ্য় মন্ত্রক। যদিও এটা প্রাথমিক পর্যবেক্ষণে এমনটা মনে করা হচ্ছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ''কোভিড ১৯-এর চ্য়ালেঞ্জের জন্য় প্রস্তুত ভারত''।
অন্য়দিকে, করোনভাইরাসে দেশে গোষ্ঠী সংক্রমণের খবর অস্বীকার করেছে স্বাস্থ্য় মন্ত্রক। এ ব্য়াপারে স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''এরকম কোনও প্রমাণ নেই যে ভারতে করোনাভাইরাসে গোষ্ঠী সংক্রমণ হয়েছে''। এ প্রসঙ্গে লভ আগরওয়াল বলেন, ''কোভিড ১৯-এর গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা তখনই থাকে, যদি সরকার ঠিকমতো নির্দেশিকা পালন না করে। কিন্তু যদি আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলি এবং স্বাস্থ্য় পরিষেবা ঠিক থাকে, তাহলে ভারতে কখনই গোষ্ঠী সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই''। এদিকে, করোনা পরিস্থিতিতে টাস্ক ফোর্স গড়েছে দিল্লি এইমস।
আরও পড়ুন: Coronavirus Situation Live Updates: সরকারি নির্দেশ মানলেই করোনা সামলানো সহজ হবে: আইসিএমআর
বিশ্বে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ২১ হাজার ২৮৭। সবথেকে বেশি সংখ্য়ক মানুষের মৃত্য়ু হয়েছে ইাতালিতে। সে দেশে মৃতের সংখ্য়া ৭ হাজার ৫০৩। এরপরই রয়েছে স্পেন। চিনের থেকেও স্পেনে করোনায় বেশি প্রাণ কেড়েছে। স্পেনে মৃতের সংখ্য়া ছুঁয়েছে ৩ হাজার ৬৪৭। চিনে মৃতের সংখ্য়া ৩ হাজার ১৬৩। ইরানে করোনার বলি হয়েছেন ২ হাজার ৭৭ জন। ফ্রান্সে মৃত্য়ু হয়েছে ১ হাজার ৩৩১ জনের। গোটা দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্য়া ৪ লক্ষ ৭১ হাজার ৪০৭।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন