/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/corona1.jpg)
ফাইল চিত্র
কোভিড পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে করোনায় বাংলার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দেশের তুলনায় রাজ্যে এখনও আক্রান্তের থেকে কিছুটা বেশি সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪৫ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৪৬৩। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের মোট সংখ্যা ২৪ হাজার ৮৮০। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৪৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪৬২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯২.৮৮ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮১২১।
অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৮৫১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৫৩৭), হুগলি (১৪১০), দক্ষিণ ২৪ পরগনা (১৫৯৭), হাওড়া (১৪১০), পশ্চিম মেদিনীপুর (৫৪৭), পূর্ব মেদিনীপুর (৭৪৯)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৪ হাজার ৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৬ লক্ষ ৯ হাজার ৮৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭। মোট কোভিড বেডের সংখ্যা ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্যা ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন