Advertisment

Coronavirus India Updates: পরিযায়ীদের গতিবিধি পর্যবেক্ষণে অনলাইন ড্য়াশবোর্ড চালু কেন্দ্রের

এখনও পর্যন্ত দেশে ৩০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ২,৭৫২ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, লকডাউন, পুলিশ, জম্মুকাশ্মীর, police, jammu kashmir, jammu kashmir news, coronavirus, করোনভাইরাস

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরিযায়ী শ্রমিকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে অনলাইন ড্য়াশবোর্ড তৈরি করল কেন্দ্র সরকার। করোনায় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যাতায়াতে যাতে কোনও সমস্য়া না হয়, সেটা দেখা হবে। লকডাউনে বাড়িতে ফেরার জন্য় পরিযায়ী শ্রমিকদের বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনে যাতায়াতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার, একথা সব রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

Advertisment

ভারতে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট করোনা পজেটিভ ৮৫,৯৪০ জন। এদের মধ্যে ৩০ হাজারের বেশি সুস্থ হয়ে গিয়েছেন। করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ২,৭৫২ জনের। রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু সংখ্যা সবচেয়ে বেশি (১০৬৮)।

করোনা সংক্রমণের ননিরিখে ভারত এই মূহূর্তে বিশ্বে একাদশ তম স্থানে অবস্থান করছে। পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ৪.৫ মিলিয়ন ও মৃত্যু হয়েছে ৩ লাখেরও বেশি মানুষের।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














22:42 (IST)16 May 20





















করোনায় দেবের উদ্য়োগ

করোনা মোকাবিলায় সাংসদ কোটার সমস্ত অর্থ স্বাস্থ্যখাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। তিনি বলেছেন, এই মুহুর্তে তাঁর কোটায় এক কোটি টাকা জমা আছে। আরও যেসব অর্থ তিনি পাবেন তার সবটাই তিনি স্বাস্থ্যখাতে খরচ করবেন। শুধু তিনিই নয়, সকল সাংসদকেই এব্যাপারে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি।

21:40 (IST)16 May 20





















পরিযায়ীদের গতিবিধি পর্যবেক্ষণে অনলাইন ড্য়াশবোর্ড চালু কেন্দ্রের

পরিযায়ী শ্রমিকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে অনলাইন ড্য়াশবোর্ড তৈরি করল কেন্দ্র সরকার। করোনায় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যাতায়াতে যাতে কোনও সমস্য়া না হয়, সেটা দেখা হবে। লকডাউনে বাড়িতে ফেরার জন্য় পরিযায়ী শ্রমিকদের বাস ও শ্রমিক স্পেশাল ট্রেনে যাতায়াতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার, একথা সব রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

12:44 (IST)16 May 20





















১১ ঘোষণার বেশ কয়েকটি আগে থেকেই চালু

করোনার জেরে ধুঁকছে ভারতীয় অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের তৃতীয় ধাপে কৃষি, দুগ্ধ শিল্প,পশুপালন, মৎস্যক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য ১১ দফা প্রস্তাব ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু, তা দিয়ে কি সমস্যার সমাধান হবে? খতিয়ে দেখলে স্পষ্ট যে, ১১ প্রস্তাবের মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই পেশ করা হয়েছিল, বাকিগুলি নিয়ে বিগত কয়েক বছর ধরেই সরকারিস্তরে আলোচনা চলছে। পড়ুন বিস্তারিত

12:40 (IST)16 May 20





















প্রধানমন্ত্রীর শোকবার্তা

উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে টুইটে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ।

12:27 (IST)16 May 20





















পথের বলি ২৪ পরিযায়ী শ্রমিক

ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল পরিযায়ী শ্রমিকদের। উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় ২৪ জন পরিযায়ী শ্রমিকদের মৃত্যুহয়েছে। আহত প্রায় ৩৭ জন। তাঁদের মধ্যেও অনেকের অবস্থা সঙ্কটজনক।

জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাজস্থান থেকে ট্রাকের চড়ে নিজেদের বাড়ি ফিরছিলেন পরিযায়ীরা। মাঝপথে অন্য ওই ট্রাকের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলায় একটি সরকারি বাসের ধাক্কায় ছয় পরিযায়ী শ্রমিক প্রাণ হারান। তার আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে পড়া ১৬ পরিযায়ী শ্রমিককে পিষে দেয় একটি ট্রেন।

12:15 (IST)16 May 20





















গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ সংক্রমিত ৩,৯৭০ জন

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,৯৪০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩০,১৫৩ জন। অর্থাৎ, কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩,০৩৫। গত ২৪ ঘণ্টায় ৩,৯৭০ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ও মৃত্যু হয়েছে ১০৩ জনের। বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ২,৭৫২।

সারা দেশ জুড়ে পায়ে হেঁটে বাড়িমুখো হয়েছেন যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, চলার পথে আটকে গেলে তাঁদের খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতে, এবং পরবর্তীতে তাঁদের বাড়ি ফেরার যানবাহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাশাসককে নির্দেশ দিক কেন্দ্র, এই মর্মে একটি আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, দেশময় পরিযায়ী শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখা, বা তাতে বাধা দেওয়া, কোনও আদালতের পক্ষে সম্ভব নয়। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে একমাত্র রাজ্য সরকারগুলি।

বাসের পর এবার কলকাতার পথে চলবে হলুদ ট্যাক্সি। আগামী সোমবার থেকে রাজপথে পুরোদমে নামতে চলেছে কলকাতার ‘ট্রেড মার্ক’ হলুদ ট্যাক্সি। তবে লকডাউনে বাসের মতই ট্যাক্সির যাত্রীদেরও গুণতে হবে বেশি ভাড়া। বৃহস্পতিবার রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকদের সঙ্গে ট্যাক্সি মালিক সংগঠনের কর্তাদের বৈঠক হয়। সেখানেই আগামী সোমবার থেকে কলকাতায় হলুদ ট্যাক্সির চলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

Migrant labourer coronavirus corona virus corona Lockdown
Advertisment