Advertisment

Corona Lockdown Situation Updates: করোনার দাপটে মহারাষ্ট্রে বন্ধ করা হল মদের দোকান

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু, দু’য়েরই রেকর্ড হল। দেশে মোট করোনা পজেটিভ ৪৬,৪৩৩ জন। মৃত ১,৫৬৮।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার রেকর্ড সংক্রমণের জেরে মহারাষ্ট্রে বন্ধ করে দেওয়া হল মদের দোকান। সেইসঙ্গে অত্য়াবশকীয় নয়, এমন সামগ্রীর দোকানও বন্ধ করা হল। মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১৫ হাজার ৫২৫। গত ২৪ ঘণ্টায় সে রাজ্য়ে নতুন করে ৮৪১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সে রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্য়ু হয়েছে ৩৪ জনের। সবমিলিয়ে করোনায় মহারাষ্ট্রে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬১৭।

Advertisment

করোনা আবহে বিদেশিদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, যতদিন আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে, ততদিন এই নির্দেশিকা বলবৎ থাকবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যতদিন আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে, ততদিন ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া কার্ড হোল্ডারদের মাল্টিপল এন্ট্রি লাইফ-লং ভিসা প্রদান স্থগিত রাখা হবে।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু, দু’য়েরই রেকর্ড হল। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রক দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে, সোমবার ভারতে করোনা আক্রন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা পজেটিভ ৪৬,৪৩৩ ও মৃত ১,৫৬৮ জন। সোমবার আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১২,৭২৭ জন। কোভিড-১৯-এর জেরে ক্রমশ নিম্নমুখী দেশের অর্থনৈতিক বৃদ্ধি। পৃথিবীজুড়ে করোনা মহামারীতে মারা গিয়েছেন ২,৫১,৫১০ জন। আক্রান্ত ৩.৩ মিলিয়ান মানুষ। তবে সংক্রমণ বৃদ্ধির গতি খানিকটা কমেছে বলেই মনে করা হচ্ছে। আমেরিকায় করোনা পজেটিভ ১১ লাখের বেশি, মৃত ৬৭,৯১৩ জন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














22:06 (IST)05 May 20





















মহারাষ্ট্রে বন্ধ করা হল মদের দোকান

করোনার রেকর্ড সংক্রমণের জেরে মহারাষ্ট্রে বন্ধ করে দেওয়া হল মদের দোকান। সেইসঙ্গে অত্য়াবশকীয় নয়, এমন সামগ্রীর দোকানও বন্ধ করা হল। মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১৫ হাজার ৫২৫। গত ২৪ ঘণ্টায় সে রাজ্য়ে নতুন করে ৮৪১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সে রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্য়ু হয়েছে ৩৪ জনের। সবমিলিয়ে করোনায় মহারাষ্ট্রে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬১৭।

21:09 (IST)05 May 20





















কলকাতার কনটেনমেন্ট জোন একনজরে

কলকাতায় কোন কোন এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় রয়েছে, তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ।

20:34 (IST)05 May 20





















করোনায় সমস্ত ভিসা বাতিল ভারতে

করোনা আবহে বিদেশিদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, যতদিন আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে, ততদিন এই নির্দেশিকা বলবৎ থাকবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যতদিন আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে, ততদিন ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া কার্ড হোল্ডারদের মাল্টিপল এন্ট্রি লাইফ-লং ভিসা প্রদান স্থগিত রাখা হবে।

13:59 (IST)05 May 20





















রাজ্যে পৌঁছাল শ্রমিক স্পেশ্যাল ট্রেন

ভিনরাজ্যে আটকে পড়া বাসিন্দাদের নিয়ে বাংলায় এল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। এদিন সকালে ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি। রাজ্যের বহু বাসিন্দা আজমের দরগা এলাকায় আটকে পড়েছিলেন। সোমবার ১,১৮৮ জনকে নিয়ে রাজ্যের উদ্দেশে ট্রেনটি রওনা হয়। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেই ঘরছাড়াদের ট্রেনে করে ফিরিয়ে আনা হয়েছে।

13:26 (IST)05 May 20





















৬৪ বিমানে বিদেশ থেকে দেশে ফিরবেন ভারতীয়রা

৬৪টি উড়ানে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হবে। জানাল বিদেশমন্ত্রক। আগামী ৭ মে থেকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে প্রবাসে বন্দি ভারতীয়দের, সোমবারই টুইট করে এই ঘোষণা করা হয়েছিল। এদিন জানানো হয়েছে যে, ৭ মে থেকে এক সপ্তাহের মধ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর কাজ চলবে।

12:58 (IST)05 May 20





















'টাকা পৌঁছতে হবে গরিবদের হাতে', পরামর্শ নোবেলজয়ী অভিজিতের

করোনা মহামারীর জের আর্থিক ক্ষেত্রে মন্দা। এই সংকট থেকে উদ্ধারের জন্য দেশের গরিবদের হাতে টাকা পৌঁছনো দরকার বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নোবেলজয়ীয় সঙ্গে ভিডিয়ো কমফারেন্সে আলোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিজিৎবাবুর মতে, আমেরিকার উদাহরণ অনুসরণ করা উচিত ভারতের। বাজারে চাহিদা বাড়ানোর জন্য মানুষের হাতে টাকার যোগান দেওয়া উচিত। তিনি বলেন, 'গরিবদের হাতে টাকা দিতে হবে। কাদের হাতে টাকা দেওয়া হবে, তা নির্ণয় করা আগে জরুরি।'

12:40 (IST)05 May 20





















বাংলায় আটোঁসাটোঁ লকডাউন, সৌজন্যে কেন্দ্রীয় দল

বাংলায় লকডাউন ও সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দল নিয়ে একদা রাজ্য প্রশাসন ক্ষোভ প্রকাশ করলেও তাঁদের সৌজন্যেই এ রাজ্যে করোনা ভাগ্য ফিরেছে বলে মনে করা হচ্ছে। এই আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যে আসবে শুনেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপের দাবি তুলে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্য সচিবের কথাতেও ছিল কিঞ্চিত বিরক্তির রেশ। কিন্তু, কেন্দ্রীয় দলের আসার জন্যই রাজ্য প্রশাসন যে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হয়েছে তার প্রমাণ মিলেছে বাংলার অপেক্ষাকৃত ভাল করোনা পরিসংখ্যানেই। পড়ুন বিস্তারিত

" id="lbcontentbody">
12:38 (IST)05 May 20





















মহারাষ্ট্রের পরিস্থিতি উদ্বেগজনক

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৫৬৭ জন। তামিলনাড়ুতে সোমবার রেকর্ড করোনা সংক্রমিতের (৫২৭ জন) হদিশ মিলেছে। এ রাজ্যে মোট পজেটিভ ৩৫৫০। দিল্লি, গুজরাটেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩০০-র বেশি।

বিভিন্ন রাজ্যে করোনা পরিসংখ্যানের তালিকা...

publive-image

12:22 (IST)05 May 20





















ভারতে করোনা আক্রান্ত ৪৬ হাজারের বেশি

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রক দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে, সোমবার ভারতে করোনা আক্রন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা পজেটিভ ৪৬,৪৩৩ জন ও মৃত্যু হয়েছে ১,৫৬৮ জনের। সোমবার আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১২,৭২৭ জন।

বাড়ি ফেরার দাবি জানিয়ে গুজরাটের সুরাট জেলার ভারেলি গ্রামে এবং সুরাট শহরের পালনপুর এলাকায় পথে নামেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ভরেলিতে মূলত উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিক, যাঁরা কাদোদারা গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাপড় রঙ করা ও ছাপার কারখানা, এবং যান্ত্রিক তাঁত কারখানায় কাজ করছিলেন, স্লোগান তুলে পথে নামেন তাঁদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার দাবিতে।

রাজ্যে করোনা পরীক্ষা আগের থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, চিকিৎসকরাই করোনায় মৃতদের সংশাপত্র দেবে বলে যে সিদ্ধান্ত হয়েছে- তার প্রশংসা করছে কেন্দ্রীয় দল। একই সঙ্গে পর্যবেক্ষণের সময় রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতা এবং বৈরিতামূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে যে, করোনায় মৃত্যুর হার গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি, আবার করোনা পরীক্ষার হার একেবারে নিচের দিকে। সংক্রমিতদের চিহ্নিত করে চিকিৎসার ক্ষেত্রেও রাজ্যের খামতি রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের প্রধান।

coronavirus India Lockdown
Advertisment