Advertisment

Corona Lockdown Situation Updates: শীঘ্রই গড়াবে গণপরিবহণের চাকা: কেন্দ্র

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ২,৬৮০ জন ও মৃত ১১১।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি বুধবার জানিয়েছেন, শীঘ্রই গণ পরিবহণ পরিষেবা শুরু হতে পারে। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী মেনে নির্দেশিকা তৈরি করছে সরকার।

Advertisment

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ২,৬৮০ জন ও মৃত ১১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভ ৪৯,৩৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪,১৮২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১,৬৯৪ জনের। সংক্রমণের প্রকোপ রুখতে আগামী ২৯ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে তেলেঙ্গানা সরকার। লকডাউনে আয় প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সরকারের কোষাগারও খালি হচ্ছে। ঘাটটি পূরণে পেট্রল ও ডিজেলে আবাগারী শুল্ক বাড়িয়ে রাজস্ব ঘাটতি পূরণের চেষ্টায় কেন্দ্র।

বিশ্বে ভয়ঙ্কর এই ভাইরাসের শিকার ২,৫৭,২৭৭ জন। আক্রান্ত ৩,৬৬৩,৮২৪। করোনা বিধ্বস্ত আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৭০ হাজারের বেশি। মৃত্যুর নিরিখে এরপরই রয়েছে ব্রিটেন, ইটালি ও স্পেন। করোনাভাইরাসের রোধকারী অ্যান্টিবডি তৈরিতে ইস্রায়েলের বিজ্ঞানীরা "গুরুত্বপূর্ণ অগ্রগতি"র ছাপ রাখছেন বলে দাবি করেছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী নাফটালি বেনেট।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...



























20:35 (IST)06 May 20










































দেশে গণপরিবহণ শীঘ্রই শুরু হতে পারে: কেন্দ্র

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি বুধবার জানিয়েছেন, শীঘ্রই গণ পরিবহণ পরিষেবা শুরু হতে পারে। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী মেনে নির্দেশিকা তৈরি করছে সরকার।

15:23 (IST)06 May 20










































লকডাউন: দেসে বেকারত্বের হার ২৭.১১ শতাংশ

করোনা সংক্রমণ আটকাতে দেশ জুড়ে প্রায় দেড় মাসের লকডাউনের জেরে ক্রমশ বাড়ছে বেকারত্ব। সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র রিপোর্ট জানিয়েছে ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সময়ের ব্যবধানে দেশের বেকারত্বের হার ২৭.১১ শতাংশে পৌঁছেছে।

মুম্বই এর ওই সংস্থা জানিয়েছে শহরাঞ্চলেই বেকারত্বের হার সবচেয়ে বেশি, ২৯.২২ শতাংশ। কোভিড ১৯ আক্রান্ত রোগী থাকায় এর অধিকাংশই রেড জোন। গ্রামাঞ্চলে বেকারত্বের হার ২১.৪৫ শতাংশ। (সিএমআইই)-র রিপোর্ট বলছে চলতি বছরের মার্চ মাসে বেকারত্বের হার ছিল ৮.৭৪ শতাংশ। এপ্রিলে তা গিয়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশ। পড়ুন বিস্তারিত

15:21 (IST)06 May 20










































বাংলার কৃষিক্ষেত্রে দ্বিগুণ, ক্ষুদ্র-অতি ক্ষুদ্র-মাঝারি শিল্পে বিপুল ঋণ

লকডাউনের আঁচ পড়েছে কৃষিক্ষেত্রে। চরম সমস্যায় কৃষকরা। ধুঁকছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তবে, এইসব ক্ষেত্রকে সাময়িক স্বস্তি দিতে এগিয়ে এল রাজ্যস্তর ব্যাঙ্কগুলো। চলতি মরসুমে খারিফ ঋণের পরমাণ ৪,৪০০ কোটি থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যস্তর ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানেই জানানো হয়েছে, খারিপ খারিফ ঋণের পরমাণ চলতি মরসুমে বাড়িয়ে ১০ হাজার কোটি করা হল।

ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও ঋণের পরিমাণ বৃদ্ধি করে ৭৪ হাজার কোটি করা হয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার কোটি। পড়ুন বিস্তারিত

14:16 (IST)06 May 20










































লকডাউন থেকে বেরোতে কী পরিকল্পনা কেন্দ্রের? প্রশ্ন সোনিয়ার

করোনা ভাইরাসকে রুখতে চলতি লকডাউন আর কতদিন বজায় থাকবে? কোন মানদণ্ডের উপর ভিত্তি করে লকডাউন বাড়ানো হবে, নাকি তুলে দেওয়া হবে তা স্থির হবে? লকডাউন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার কী ভাবনাচিন্তা? বুধবার কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক এই প্রশ্নই তুলে ধরেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই ভিডিয়ো অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। সনিয়া গান্ধীর বক্তব্যকে সমর্থন জানান তিনি। তিনি বলেন, 'আমাদেরও জানা দরকার লকডাউন -৩ এর পরে কী হবে?'

13:39 (IST)06 May 20










































শ্রমিক স্পেশাল বাতিল কর্নাটকের

পরিযায়ী শ্রমিকরা তাদের রাজ্যে ফিরে গেলে নির্মাণ ও উৎপাদন শিল্প ব্যহত হবে। রাজ্যের অর্থনীতির ক্ষতি হতে পারে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে এই কথা জানিয়েছিলেন ক্রেডাই সহ নির্মাণ সংগঠনের প্রতিনিধিরা। এরপরই বাড়ি না ফিরে নিজ নিজ গন্তব্যে পরিযায়ী শ্রমিকদের ফিরে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই, কর্নাটক সরকার দক্ষিণ-পশ্চিম রেল-কে বিহারগামী শ্রমিক স্পেশাল ট্রেন বাতিলের জন্য চিঠি লেখে।

কর্নাটকের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত নোডাল অফিসার এন মঞ্জুনাথা রেলকে দেওয়া চিঠিতে জানান, 'বেঙ্গালুরু থেকে বিহারগামী সকাল ৯টা, দুপুর ১২টা ও বিকেল ৩টের শ্রমিক স্পেশাল ট্রেন বাতিল করার অবেদন জানাচ্ছি।' বাড়ি ফেরার উদ্দেশ্যে শহরে বহু দূর থেকে পরিযায়ী শ্রমিকা ভিড় জমালেও এই আবেদন করা হয়। পড়ুন বিস্তারিত

12:37 (IST)06 May 20










































কোভিড-১৯, উদ্বেগের কারণ হয়ে উঠেছে তামিলনাড়ু

গত কয়েকদিনে তামিলনাড়ুতে সংক্রমিতের সংখ্যা অতি দ্রুত গতিতে বাড়ছে। গত এক সপ্তাহে ২০৫৮ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে এখন ৪০৫৮। রাজ্যে গত দুদিন ধরে সংক্রমণ সংখ্যা বাড়ছে ৫০০-র বেশি করে এবং একদিনে সংক্রমিতের সংখ্যা বৃদ্ধিতে তামিনলাড়ুর অবস্থান মহারাষ্ট্রের ঠিক পরেই।

পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের মত রাজ্যগুলিতে সংখ্যার হঠাৎ বৃদ্ধির নির্দিষ্ট কারণ থাকলেও তামিলনাড়ুতে এই সংখ্যাবৃদ্ধির স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন তামিলনাড়ুতে সংক্রমণ সংখ্যাবৃদ্ধির হার যথেষ্ট কম ছিল। এর আগে এ রাজ্যে সংক্রমণ সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছিল ১৭ দিন। পড়ুন বিস্তারিত

12:23 (IST)06 May 20










































পেট্রল-ডিজেলের রেকর্ড শুল্ক বৃদ্ধি

লকডাউনের জেরে জিএসটি আদায় কমেছে। নিম্নমুখী সরকারের আয়। ফলে রাজকোষে ঘাটতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানিতে বিপুল পরিমাণে শুল্ক (এক্সাইড) শুল্ক বাড়াল মোদী সরকার। মঙ্গলবার রাতে পেট্রলে লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে পেট্রল ও ডিজেল থেকে কেন্দ্রের ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে৷ তবে, এই পদক্ষেপে খোলা বাজারে জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন

11:30 (IST)06 May 20










































ফের ধনকড়ের তোপে মমতা সরকার

লকডাউনে রেশন দুর্নীতি নিয়ে ফের রাজ্যকে তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। এদিন টুইটে তিনি লিখেছে, 'গণবন্টন ব্যবস্থায় কালোবাজারি রুখতে হবে। রেশন নিয়ে বহু জায়গা থেকে বিক্ষোভ, মারামারির খবর মিলেছে। সরকারি আধিকারিকরা রাজনীতি থেকে দূরে থেকে নিজেদের কর্তব্য পালন করুন। গরীবরা বিনামূল্যে সঠিক ওজন ও মানের রেশন পাক।' প্রধানমন্ত্রী গরীব ক্যল্যাণ প্রকল্পে রেশন থেকে আগামী তিন মাস বিনামূল্যে ৫ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল পাওয়া যাবে বলে আরেকটি টুইটে মনে করিয়ে দিয়েছেন তিনি।

11:10 (IST)06 May 20










































ফোনে অরোগ্য অ্যাপ না থাকলেই জেল, জরিমানা

ফোনে আরোগ্য সেতু অ্যাপ না থাকাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করল নয়ডা পুলিশ। নয়ডা এবং গ্রেটার নয়ডাতে যারা থাকেন তাঁদের ফোনে এই অ্যাপ না থাককে জরিমানা অথবা জেলে যেতে হবে। একই আদেশ প্রযোজ্য হবে এই শহরে প্রবেশকারীদের জন্যও।

ডিসিপি অখিলেশ কুমার বলেন, “স্মার্টফোন যাদের আছে তাঁদের কাছে এই অ্যাপ্লিকেশনটি না থাকলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের আটক করা হবে। এর পর, ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন যে যদি ওই ব্যক্তিকে বিচার হবে না জরিমানা করা হবে অথবা কোনও সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হবে।” উল্লেখ্য সরকারি কর্মীচারি দ্বারা কোনও নির্দেশকে অমান্য করলে ১৮৮ ধারা সেক্ষেত্রে বলবৎ করা যায়। সেই মর্মে কোনও ব্যক্তির ১০০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেলও হতে পারে। বিস্তারিত পড়ুন

11:09 (IST)06 May 20










































তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি

ভারতে করোনার প্রকোপ। সংক্রমণ রোধে তাই লকডাউনের মেয়াদ ২৯ মে পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লকডউনের ভবিষ্য নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন। তারপরই লকডাউনের বাড়ানোর ঘোষণা করা হয়। তেলেঙ্গানার, ৬ জেলা রেড জোনে , ১৮ টি অরেঞ্জ জোনে এবং ৯ টি জেলা গ্রিন জোনের আওতাধীন।

10:52 (IST)06 May 20










































দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোটা কোভিড-১৯ পজেটিভ ৪৯,৩৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪,১৮২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১,৬৯৪ জনের। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ২,৬৮০ জন ও মৃত ১১১। করোনা বৃদ্ধির এই হারই উদ্বেগ বাড়াচ্ছে। 

দিল্লির সেনা হাসপাতালেও করোনার থাবা, আক্রান্ত কমপক্ষে ২৪। যাঁদের শরীরে করোনাভাইরাস মিলেছে, তাঁদের মধ্য়ে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। পজেটিভরা দিল্লি ক্যান্টনমেন্টের বেস হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'রাজ্যে খাদ্যসাথী প্রকল্পে উপকৃত ৯ কোটি ৯৫ লক্ষ মানুষ। ডিজিটাল রেশন কার্ড না থাকলেও ৬৫ লক্ষ মানুষকে কুপন দেওয়া হয়েছে। রেশন সামগ্রী বিতরণই অগ্রাধিকার রাজ্য সরকারের'।

coronavirus corona virus corona Lockdown
Advertisment