করোনা প্রতিষেধক যে ওষুধ আমেরিকাকে পাঠানো নিয়ে সোচ্চার হয়েছে দেশ, সেই হাইড্রক্সিক্লোরোকুইন ভারতের কাছে তিনগুণ রয়েছে, শুক্রবার এমনটাই জানালেন স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে এমনটাই জানালেন যুগ্ম সচিব লাভ আগারওয়াল।এদিকে গত ২৪ ঘন্টায় ৬৭৮ জন করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন নতুন করে। মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭৬০ এবং মৃতের সংখ্যা ২০৬ জন।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি। গত পরশু ভারতে ৪৮৫ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছিলেন। গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা ৬৭৮ বেড়ে হয়েছে ৬, ৪১২ জন। এর মধ্যে ৫০৩ জন সুস্থ হয়ে গিয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। মৃত ১৯৯। ভারতে মোট করোনা আক্রান্তের পাঁচ ভাগের একভাগই ঘটেছে মহারাষ্ট্রে। এ রাজ্যে সংক্রমণের সংখ্যা তেরোশ ছাড়িয়েছে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। করোনার প্রকোপ রুখতে যেকোনও দিন কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। মোদী সরকার ইতিমধ্যেই করোনা পরীক্ষার হার দ্বিগুন করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে।
'মানবতার লড়াইয়ে ভূমিকা পালনে ভারত সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ'। করোনা মাকোবিলায় আমেরিকা, ইজরায়েল ছাড়া ব্রাজিলকেও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করেছে ভারত। এরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট জে বালসোনারো মোদীকে ধন্যবাদ জানান। তার পরিপ্রেক্ষিতেই এ দিন টুইটে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন।
রাজ্যেও করোনার বাড়বাড়ন্ত। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুশারে, বাংলায় করোনা আক্রান্ত মোট ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ৩ জন। হাসপাতালে ভর্তি ৮০ জন। হাওড়া জেলা হাসপাতালের সুপার, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫। করোনায় লকডাউন পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন সচল রাখতে হোম ডেলিভারির সুবিধার্থে, আংশিক পণ্য পরিবহণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ,হোম ডেলিভারির জন্য় সরকারি কিছু ট্য়াক্সিকে রাস্তায় নামানো হবে। খোলা হবে চা বাগানও।
Read full in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
করোনা মোকাবিলায় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার। করোনায় রাজ্যগুলোর জন্য ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। করোনা মোকাবিলায় দেশে লকডাউনের সময়সীমা বাড়তে পারে। তবে, তার আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে ওড়িশা সরকার। ১৭ই জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে ওড়িশা।
করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে দেশ। ভাইরাস মোকাবিলায় আক্রান্তদের দ্রুত নমুনা পরীক্ষার জন্য় নয়া উদ্য়োগ নিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চ(আইসিএমআর)। করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করার জন্য় এবার ট্রু ন্য়াট প্রযুক্তিতে অনুমোদন দিল আইসিএমআর। অর্থাৎ যক্ষ্মা রোগের টেস্টের মেশিনকে কাজে লাগানো হবে। বিস্তারিত পড়ুন
ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া হু হু করে বাড়ছে। তবে এখনও দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ”যদি দেশে গোষ্ঠী সংক্রমণ হত, তাহলে আমরাই প্রথম আপনাদের জানাতাম। কারণ, এজন্য় দেশবাসীকে আরও সতর্ক করতে হত”। বিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় ওড়িশার পর এবার ২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়ালো পাঞ্জাব। করোনা রুখতে আগামী ১ মে পর্যন্ত পাঞ্জাবে লকডাউন ঘোষণা করল অমরিন্দর সরকার। শুক্রবার রাজ্য়ের মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং বলেন, ”বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের প্রকোপ বাড়তে পারার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা”। বিস্তারিত পড়ুন
করোনা প্রতিষেধক যে ওষুধ আমেরিকাকে পাঠানো নিয়ে সোচ্চার হয়েছে দেশ, সেই হাইড্রক্সিক্লোরোকুইন ভারতের কাছে তিনগুণ রয়েছে, শুক্রবার এমনটাই জানালেন স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে এমনটাই জানালেন যুগ্ম সচিব লাভ আগারওয়াল।
দেশগুলিকে কোভিড-১৯ অতিমারীর অর্থনৈতিক প্রভাব লাঘব করার জন্য ব্যবস্থা নিতে হবে, জানাল হু
সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর রক্তের প্লাজমা দিয়েই করোনা আক্রান্তের চিকিৎসার ভাবনা। সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে তৈরি হয় ভাইরাসরোধী অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিই রয়ে যায় তাদের রক্তের প্লাজমায়। সুস্থদের প্লাজমাতে থাকা সেই অ্যান্টিবডি আক্রান্তদের শরীরে প্রয়োগ করা হয়। আপাতত এই পদ্ধতি প্রয়োগ করেই অতি সংকটজনক করোনা আক্রান্তদের চিকিৎসা করতে আগ্রহী আইসিএমআর। তৈরি হচ্ছে প্লাজমা চিকিৎসাবিধি। বিস্তারিত পড়ুন
২১ দিনের লকডাউন উঠলে সারা দেশজুড়েই চালু হবে ইন্ডিগোর বিমান পরিষেবা। তবে উড়ানের যাত্রী ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়েই উড়বে উড়ান। থাকবে না খাবার দেওয়ার পরিষেবা। সংস্থার সিইও রণজয় দত্ত সংস্থার কর্মীদের ইতিমধ্যে এই কথা জানিয়েছেন বলে পিটিআই সূত্রে খবর।
কর্মীদের দেওয়া ইমেলে দত্ত লিখেছেন, “আমরা প্রথম থেকেই যাত্রী নিরাপত্তার ওপর জোর দিয়ে এসেছি, এবার যাত্রীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করব। আরও ঘন ঘন উড়ান পরিষ্কার করা হবে। সাময়িক ভাবে মিল পরিষেবাও বন্ধ থাকবে। আপাতত ৫০ শতাংশ যাত্রীকে নিয়ে উড়বে উড়ান। ভবিষ্যতে আরও নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। লকডাউন কবে উঠবে তা আমরা এখনও জানিনা। কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে প্রথমে অল্প যাত্রীকে নিয়ে বিমান পরিষেবা চালু করা। বিস্তারিত পড়ুন
লকডাউনে বন্ধ হয়ে দেশের রেলপথ। এদিকে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মাধ্যমকে ঘিরে তৈরি হয়েছে দ্বিমত। লকডাউন উঠলে যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ চালু করতে শুরু করেছে, খবরে উঠে আসা এমন বিবৃতি অস্বীকার করল ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, “এই বিষয়টি আমরা সকলের কাছে জানাচ্ছি যে রিপোর্টে যা লেখা ছিল তা ভ্রান্ত। রেলমন্ত্রকের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি।”
রেল মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে দেশ যখন ভয়ঙ্কর এই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে সেই সময় সংবাদমাধ্যমে রেল সংক্রান্ত এমন ভ্রান্ত অনুমান মানুষকে বিভ্রান্ত করে তোলে। তবে তাঁরা এও জানান যে এই পর্যায়ে রেল যাত্রার বিষয়গুলি নিয়ে এখনই কিছু ঠিক করছেন না তাঁরা। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাসের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে। এ জন্য সাধারণ মানুষের থেকে কোনও রকম অর্থ নিতে পারবে না সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলো। বুধবার অন্তর্বর্তী রায়ে এমনই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সর্বোচ্চ আদালতের এই রায় ঘিরেই বিভ্রান্ত বেসরকারি ল্যাবরেটরি কর্তৃপক্ষ। পরীক্ষার জন্য ন্যূনতম খরচ কে বহন করবে? আপাতত এই প্রশ্নেই বিঘ্নিত বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা। সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ণে গ্রহণযোগ্য সমাধান নির্ণয়ের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী বেসরকারি ল্যাব কর্তৃপক্ষরা। বিস্তারিত পড়ুন
'মানবতার লড়াইয়ে ভূমিকা পালনে ভারত সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ'। করোনা মাকোবিলায় আমেরিকা, ইজরায়েল ছাড়া ব্রাজিলকেও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করেছে ভারত। এরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট জে বালসোনারো মোদীকে ধন্যবাদ জানান। তার পরিপ্রেক্ষিতেই এ দিন টুইটে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন। একাধিক টুইটে মোদী জানিয়েছেন যে, 'এই কঠিন সময় ভারত-ব্রাজিল সহযোগিতা আগের চেয়েও অনেক বেশি পোক্ত। মানবতার লড়াইয়ে ভূমিকা পালনে ভারত সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ'। ইজরালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মোদী লেখেন, 'করোনা অতিমারীর বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই চালাতে হবে। ভারত তার বন্ধুদের যথাসাধ্য সহায়তার চেষ্টা করবে। ইজরায়েলের মানুষের সুস্থতা কামনা করি।'
আসামে প্রথম করোনায় মৃত্যু ঘটনা ঘটল। হাইলাকান্দি জেলার ৬৫ বছরের তবলিঘি জমায়েত ফেরত এক বৃদ্ধের করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে বলে টুইটে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকালই করোনা আক্রান্ত ওই বৃদ্ধকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবণতি হতে শুরু করে। আসামে এখনও পর্যন্ত করোনা পজেটিভ ২৯ জন।
করোনায় কাঁদছে গোটা বিশ্ব। দুনিয়ার তাবড় তাবড় দেশও করোনার কবলে রীতিমতো দিশেহারা। এই পরিস্থিতিতে বিশ্বে অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে বলে ইঙ্গিত দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। অতিমারী করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক মন্দার সাক্ষী হবে ২০২০ সাল। এমনকি, ১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে এতটা খারাপ অবস্থা হতে পারে এ বছরে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। বিস্তারিত পড়ুন
করোনায় লকডাউন পরিস্থিতিতে বঙ্গবাসীর দিনযাপন সচল রাখতে আরও একাধিক পদক্ষেপ করলেন মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোম ডেলিভারির সুবিধার্থে, আংশিক পণয পরিবহণে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা। হোম ডেলিভারির জন্য সরকারি কিছু ট্যাক্সিকে নামানো হবে রাস্তায়। একটি নির্দিষ্ট জায়গা থেকে ২-৩ জনকে তোলা হবে ট্যাক্সিতে। ফোন মারফত যোগাযোগ করা হবে। এমন ভাবনার কথাই বলেছেন মমতা। পাশাপাশি চা শ্রমিক ও ব্যবসায়ীদের জন্যও নয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবিলায় ঠিক কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলেছে। কিন্তু, লকডাউনের মেয়াদ ফুরোচ্ছে ১৪ এপ্রিল। সেই সময়কালের মধ্যে আড়াই লাখ নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির কাছে ইতিমধ্যেই করোনা পরীক্ষা বৃদ্ধির কেন্দ্রীয় নির্দেশ পৌঁছে গিয়েছে। দেশে কোভিড-১৯ সংক্রমণের প্রকৃত পরিস্থিতি জানতে ব্যাপকহারে অ্যান্টিবডি জাতীয় রক্ত ও লালারস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর রিপোর্টের উপরই নির্ভর করবে করোনা রোধে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি। তাই সিদ্ধান্ত বাস্তবায়ণের লক্ষ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়ুন
ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৬, ৪১২ জন। এর মধ্য়ে ৫০৩ জন সুস্থ হয়ে গিয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। মৃত ১৯৯। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬৭৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের পাঁচ ভাগের একভাগই হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্য়ে সংক্রমণের সংখ্য়া তেরোশ ছাড়িয়েছে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি।