/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/x1.jpg)
দেশজুড়ে করোনার প্রকোপ। ছবি- শশী ঘোষ
পয়লা বৈশাখ সকাল ১০টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে এই ঘোষণা করা হয়েছে। লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
করোনাভাইরাসের বাড়বাড়ন্তে জেরবার দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ন'হাজার পার করেছে। সোমবার এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজেটিভ ৯,১৫২। এদের মধ্যে অবশ্য ৮৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ভয়ঙ্কর ভাইরাসের শিকার ৩০৮। এদিকে মঙ্গলবারই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। গত শনিবারই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরই বর্ধিত লকডাউন জারির আভাস পাওয়া গিয়েছে। দেশে যে হারে করোনার প্রকোপ বাড়ছে তাতে আদৌ কী বেশ কয়েকটি ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়া সঠিক হবে? লকডাউনের প্রকৃতি কী হতে পারে? তা এখনও কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন।
রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানান নবান্ন। জারি হয়েছে নির্দেশিকা। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। হোম আইসোলেশনে রয়েছেন মোট চল্লিশ হাজারেরও বেশি মানুষ। গত শনিবারই ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতিমারীর ভয়ঙ্কর প্রকোপ। এই আবস্থায় অবশেষে জ্বালানি তেলের উৎপাদন ২০ শতাংশ কমাতে রাজি হয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) ও রাশিয়ার মিত্র দেশগুলো। মে ও জুন মাসে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এটি চলবে।
আতঙ্ক বাড়িয়ে করোনার ভরকেন্দ্র চিনে আবার সংক্রমণের হদিশ মিলেছে। বাইরে থেকে যাঁরা চিনে ফেরৎ গিয়েছেন তাঁদের অধিকাংশের শরীরেই মিলেছে করোনা জীবাণু। ফলে দ্বিতীয় পর্যায়ে বিপর্যের প্রমাদ গুণছে বেজিং। করোনায় মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়েছে বিশ্বের তৃতীয় জনসংখ্যাবহুল দেশ আমেরিকা। রবিবার সন্ধ্যা পর্যন্ত সেদেশে মৃত প্রায় ২২ হাজার। পৃথিবীজুড়ে এই ভাইরাস আক্রান্ত প্রায় ১.৮৫ মিলিয়ান মানুষ। মৃত্যু হয়েছে ১.১৪ লক্ষের।
Read full in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
16:22 (IST)13 Apr 20
কোয়ারেন্টিন মিটতেই গ্রেফতার তবলিঘি জামাতের ২১ যোগদানকারী
করোনা পরিস্থিতিতে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েত ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। এবার সেই জমায়েতে যোগ দেওয়া ২১ জনকে গ্রেফতার করা হল। শনিবার উত্তরপ্রদেশের বাহরাইচে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ওই ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃতদের মধ্য়ে ১৭ জন বিদেশি। পরে ধৃতদের মধ্যে ৪ ভারতীয়কে জামিনে ছাড়া হয়।
নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের পর ওই ২১ জনকে বাহরাইচের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাঁদের মধ্য়ে ১০ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৭ জন থাইল্য়ান্ডের বাসিন্দা। বাকি ৪ জন ভারতীয় দার্জিলিং ও তেলঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন
15:17 (IST)13 Apr 20
ভারতকে ৫ কোটি অর্থ সাহায্য পিচাইয়ের
অতিমারী করোনা মোকাবিলা করতে এবার ভারতকে পাঁচ কোটি টাকা অর্থসাহায্য গুগল প্রধান সুন্দর পিচাইয়ের। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সেই প্রেক্ষাপটে এনজিও সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই অর্থসাহায্য করেছে গুগল সংস্থাটি। গিভ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানান হয়েছে, “ধন্যবাদ সুন্দর পিচাই, গুগল সংস্থার সঙ্গে মিলে আপনার দেওয়া ৫ কোটি টাকা এই পরিস্থিতিতে খুবই প্রয়োজন ছিল। দৈনিক মজুরির শ্রমিকদের জন্য এই অর্থ অনেকটা সহায়তা করবে।” বিস্তারিত পড়ুন
14:27 (IST)13 Apr 20
কাল ফের মোদীর ভাষণ
পয়লা বৈশাখ সকাল ১০টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে এই ঘোষণা করা হয়েছে।
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.
— PMO India (@PMOIndia) April 13, 2020
14:17 (IST)13 Apr 20
ভারতে কমেছে করোনার কামড়
লকডাউনের সুফল নজরে আসছে। ২১ দিনের লকডাউনের ফলে খুব সামান্য হলেও করোনাভাইরাস সংক্রমণের হার কমছে, যা বিশেষ উল্লেখযোগ্য। লকডাউনের ফলে সামাজিক মেলামেশা কমানো গিয়েছে। যার জেরে ভাইরাস ছড়াচ্ছে কম। এই প্রবণতা বজায় থাকলে আগামী দিনে মহামারীর প্রকোপ কমানো সম্ভব। চেন্নাইয়ের ইনস্টিট্যুট অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানী সিতাভ্র সিনহা ও সৌম্য ঈশ্বরণের পর্যালোচনায় এনমটাই আভাস মিলেছে।
বিজ্ঞানী সিতাভ্র সিনহা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিছেন যে, আগামী ২০ এপ্রিলের মধ্যে ভারতে প্রায় ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত হবেন বলে অনুমান। লকডাউন না হলে সেই সংখ্যা পৌছতে পারত প্রায় ৩৫ হাজারে। ১১ এপ্রিল পর্যন্ত দেশে প্রায় সাড়ে আট হাজার মানুষ কোভিড-১৯ পজেটিভ, যা ৫ই এপ্রিলের সংখ্যার প্রায় দ্বিগুন। কিন্তু, ভাইরাস প্রজননের এই হারকে মারাত্মক বলে মানতে নারাজ তিনি। মার্চের তুলনায় ভারতে করোনা প্রজননের এই (এপ্রিল৫-১১) হারকে উল্লেখযোগ্যভাবে কম বলেই মনে করেন সিনহা। ভাইরাসের প্রজনন বলতে আক্রান্ত ব্যক্তির দ্বারা অন্যদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পরাকে ধরা হয়। বিস্তারিত পড়ুন
13:33 (IST)13 Apr 20
ন্যূনতম শ্রমিক নিয়েই শুরু হোক উৎপাদন, আর্জি শিল্পমহলের
করোনাসংক্রমণের জেরে লকডাউন বৃদ্ধি হয়েছে আরও দু’সপ্তাহ। এদিকে ক্রমশই কঠিন হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। তাই এবার বন্ধ শিল্পগুলিকে সচল করতে কেন্দ্রের কাছে বিশেষ আর্জি জানাল শিল্পমহল। টেক্সাটাইল, অটোমোবাইল, স্টিল, ডিফেন্স এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং শিল্পগুলিকে ২০ থেকে ২৫ শতাংশ শ্রমিক নিয়ে চালু করার আর্জি জানান হয়েছে।
শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ বিভাগ (ডিপিআইআইটি)-এর সম্পাদক গুরুপ্রসাদ মহাপাত্র স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে এই মর্মে ১১ এপ্রিল একটি চিঠি দেন। যেখানে বলা হয় শ্রমিকদের সমস্ত রকম সুরক্ষা দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় রাখা হবে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মানুষের হাতে অর্থাগমকে ফিরিয়ে আনতে অবিলম্বে কারখানা খোলার ডাক দিয়েছেন তাঁরা। যদিও সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে সে কথাও জানিয়েছেন। বিস্তারিত পড়ুন
12:24 (IST)13 Apr 20
আইসোলেশনে মনোজ বাজপেয়ী, দীপক দোবরিয়াল
বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী ও দীপক দোবরিয়ালকে বাধ্য হয়েই উত্তরাখণ্ডের রামগড়ে থেকে যেতে হয়েছে। মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিন লকডাউন ঘোষণা করার পর তাদের আর কোনও উপায় ছিল না।
২০ মার্চ তাদের পরবর্তী ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য রামগড় গিয়েছিলেন তারা এবং শুটিং চলাকালীনই লকডাউন ঘোষণা হয়। মনোজ বাজপেয়ী তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকলেও, একাই রয়েছেন দীপক দোবরিয়াল। বিস্তারিত পড়ুন
11:50 (IST)13 Apr 20
দফতরে এলেন কেন্দ্রীয় মন্ত্রীরা
লকডাউনের মধ্যেই দফতরে গিয়ে কাজ শুরু করলেন প্রদানমন্ত্রী মোদী। দফতরে পৌঁছে গিয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দফতে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার আবেদন জানিয়েছেন মোদী।
Delhi: Union Youth Affairs and Sports Minister Kiren Rijiju who is joining office from today arrives at the Sports Authority of India. He says,"Only senior officials&minimum required staff will be coming to the office today onwards. We'll follow all guidelines regarding COVID19". pic.twitter.com/QPwbKUgWaH
— ANI (@ANI) April 13, 2020
10:47 (IST)13 Apr 20
রাজ্যপালের টুইট
রাজভবনের সঙ্গে নবান্নের লকডাউন শেষ করার আর্জি জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর টুইট বার্তা, 'বর্মানে আমরা যুদ্ধের মানসিকতায় রয়েছি। রাজ্যের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কতায় পদক্ষেপ করা উচিত। লকডাউন অগ্রাহ্য করে সামাজিক দূরত্ব মানা না হলে বা ধর্মীয় জমায়েত হলে সরকারি আধিকারিকদের আবশ্যই জবাবদিহি করতে হবে।'
Urge @MamataOfficial to end Lockdown with Raj Bhawan.
We are in combat mode #CoronaPandemic and must act in togetherness in State interest.
MHA warnings must lead to correctional approach.
Officials be held accountable for lapses #SocialDistancing and religious congregations.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2020
10:37 (IST)13 Apr 20
ধারাভিতে করোনার শিকার ৫
মুম্বইয়ের ধারাভিতে করোনা আক্রান্ত হয়ে পঞ্চম মৃত্যুর ঘটনা আতঙ্ক বাড়াল। ২.৪ কিমি বিস্তৃত এই ঘিঞ্জি অঞ্চলই পৃথিবীর সবচেয়ে বৃহৎ বস্তি এলাকা। প্রায় ৬০ হাজার পরিবারের বাস। অত্যন্ত ঘনবসতীপূর্ণ আস্বাস্থ্যকর পরিবেশে একানে মানুষ বাস করে। সামাজিক দূরত্ব মেনে চলার সুযোগ নেই। এই অবস্থায় এই বস্তিতে করোনার গোষ্ঠী সংক্রমণের ভয় রয়েছে। প্রশাসনের তরফে বস্তিবাসীদের ঘর থেকে বরোতে নিষেধ করা হয়েছে। ধারাভি বস্তিতে বর্তমানে করোনা সংক্রমিত ৪৭ জন।
10:28 (IST)13 Apr 20
কোন কৌশলে লকডাউন শিথিলের পরিকল্পনা মোদী সরকারের?
ছ’টি রাজ্য ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। দেশেও আরও দু’সপ্তাহ লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। তবে তার গাইড লাইন এখনও আসেনি। লকডাউনের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান সচল রাখতে মরিয়া সরকার। এই পরিস্থিতিতে লকডাউনের প্রকৃতি কী হবে? তা নিয়েই ভাবনা-চিন্তা চালাচ্ছে কেন্দ্র। বর্ধিত লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে কেন্দ্র। তবে কোন ক্ষেত্রে, কোথায় এই ছাড় দেওয়া হবে তার সিদ্ধান্ত রাজ্যগুলিক উপরই ছাড়তে চাইছে মোদী সরকার। বিস্তারিত পড়ুন
10:26 (IST)13 Apr 20
বাংলায় মাস্ক পরা বাধ্যতামূলক
দেশের পাশাপাশি রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবু বহু জায়গাতেই উঠে আসছে এক ভিন্ন চিত্র। এমতাবস্থায় রবিবার রাজ্যবাসীর উদ্দেশে মাস্ক পরিধান নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যসরকার। প্রকাশ্য এলাকায় বেরলে অতি অবশ্য পরতে হবে মাস্ক, লকডাউন বাংলায় জারি থাকবে এই নির্দেশ।
কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরার নানাবিধ উপায় রাজ্যবাসীকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে সেই ছবি ছিল ভিন্ন। অনেক জায়গাতে মানা হচ্ছিল না সামাজিক দূরত্বও, এমন অভিযোগও এসেছে। তবে রাজ্যে যে হারে বাড়ছে করোনা, সেই আবহে এবার মাস্ক পরাকে বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন
10:12 (IST)13 Apr 20
ভারতে করোনা পজেটিভের বাড়বাড়ন্ত
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুশারে, সোমবার এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজেটিভ ৯,১৫২। এদের মধ্যে অবশ্য ৮৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। ভয়ঙ্কর ভাইরাসের শিকার ৩০৮ জন।
ইতিমধ্যেই দেশের ছ'টি রাজ্য মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও তেলঙ্গানা সরকার আরও দু'সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। একাধিক রাজ্যই দেশজুড়ে লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছে।
কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার। তবে, বর্ধিত লকডাউনেও ননিয়ম মেনে বাজার খোলা রাখার নির্দেশ দিয়েছে মমতা সরকার।