রবিবার সকালে প্রধানমন্ত্রীর দফতরের ক্যাবিনেট সচিব ও প্রধান সচিবের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন দেশের সব রাজ্যের মুখ্য সচিবরা। এদিনে বৈঠকে বিভিন্ন রাজ্যের করোনাভাইরাস আক্রান্তের ঘটনা ঘটেছে এমন ৭৫টি জেলাকে চিহ্নিত করে ওই জেলায় জরুরি পরিষেবা ছাড়া অন্য সমস্ত কাজকর্ম বন্ধের পরামর্শ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, এই দুই জেলাকে চিহ্নিত করা হয়েছে।
অন্যান্য যে যে জেলাকে চিহ্নিত করা হয়েছে, তাদের সম্পূর্ণ তালিকা
অন্ধ্রপ্রদেশ- প্রকাশম, বিজয়ওয়াড়া, ভাইজ্যাগ
চণ্ডীগড়- চণ্ডীগড়
ছত্তিসগড়- ছত্তিসগড়
দিল্লি- সেন্ট্রাল, পূর্ব দিল্লি, উত্তর দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি
গুজরাট- কচ্ছ, রাজকোট, গান্ধীনগর, সুরাট, বদোদরা, আমেদাবাদ
হরিয়ানা- ফরিদাবাদ, সোনপত, পাঁচকুলা, পানিপাথ, গুরুগ্রাম
হিমাচলপ্রদেশ- কাংড়া
জম্মু কাশ্মীর- শ্রীনগর, জম্মু
কর্নাটক- বেঙ্গালুরু, চিক্কাবল্লাপুরা, মহীশূর, কাদাগু, কালবুর্গী
কেরালা- আসাপুজা, এর্নাকুলাম, ইদুকি, কান্নুর, কাসারাগড়, কোট্টায়াম, মাল্লাপুরম, পাঠানমতিতা, তিরুবনন্তপুরম, ত্রিশূর
লাদাখ- কারগিল, লেহ
মধ্যপ্রদেশ- জব্বলপুর
মহারাষ্ট্র- আহমেদনগর, ঔরঙ্গাবাদ, মুম্বই, নাগপুর, মুম্বই শহরতলি, পুণে, রত্নাগিরি, রায়গড়, ঠানে, ইয়াভটমল
ওড়িশা- খুরদা
পুদুচ্চেরি- মাহে
পাঞ্জাব- হোশিয়ারপুর, এসএএস নগর, এসবিএস নগর
রাজস্থান- বিলওয়ারা, ঝুনঝুনু, শিকার, জয়পুর
তামিলনাড়ু- চেন্নাই, ইরোডে, কাঞ্চীপুরম, ভদ্রাদ্রি কোঠাগুদাম
তেলেঙ্গানা- হায়দরাবাদ, মেডচাই, রঙ্গা রেড্ডি, সঙ্গা রেড্ডি
উত্তর প্রদেশ- আগ্রা, জিবি নগর, গাজিয়াবাদ, বারাণসী, লখিমপুর খেরি, লখনউ
উত্তরাখণ্ড- দেরাদুন
পশ্চিমবঙ্গ- কলকাতা, উত্তর ২৪ পরগনা
এ রাজ্যে দুটি জেলাকে চিহ্নিত করা হলেও, রাজ্য সরকারের তরফে এদিন ২৩ মার্চ সোমবার বিকেল থেকে সারা রাজ্যের বেশ কিছু এলাকায় ২৭ মার্চ পর্যন্ত অত্যাবশকীয় ক্ষেত্র ছাড়া সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।