Advertisment

ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৩, আক্রান্ত ১৩৭

এর আগে কর্নাটক ও দিল্লিতে দু'জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে আরও এক করোনা আক্রান্তের মৃত্যু। মারণ ভাইরাসে দেশে এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে হল তিন। মৃত ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisment

৬৪ বছরের ওই বৃদ্ধ প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত ৮ই মার্চ দুবাই থেকে দেশে ফিরেছিলেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর রক্তে করোনার জীবাণু মেলে। মৃতের স্ত্রী ও পুত্রের শরীরেও মিলেছে করোনা জীবাণু।

এর আগে কর্নাটক ও দিল্লিতে দু'জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত দু'জনেই বিদেশ ভ্রমণ করেছিলেন।

দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭। কর্নাটকে আরও দু'জন  ও নয়ডায় একজনের শরীরে করোনা জীবাণু মিলেছে বলে জানতে পারা গিয়েছে। ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৩৯)। রাজ্যের হাসপাতালে খালো হয়েছে কোয়রােন্টাইন। হোম কোয়ারেন্টাইনদের চিহ্নিত করতে তাঁদের বাঁ হাতে কালির স্ট্যাম্প দিয়ে দিচ্ছে মহারাষ্ট্র সরকার। বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: করোনা সতর্কতা: হোম কোয়ারেন্টাইনদের চিহ্নিত করতে শুরু স্ট্যাম্পিং প্রক্রিয়া

করোনা সতর্কতায় কেন্দ্রী নতুন করে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। আফগানিস্তান, মালয়েশিয়া, ফিলিপিন্স থেকে এ দেশে আসা বন্ধ করা হয়েছে।

গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা চিনের উহানে। সোমবারই মারণ ভাইরাসে মার্কি যুক্ত রাষ্ট্রে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস-কে 'অতিমারি' বলে ঘোষণা করেছে। আমেরিকায় ১০ জনের বেশি জমায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৃথিবীতে মোট ১, ৮১,৫০০ জন করোনা আক্রান্ত।

করোনা মোকাবিলায় ভারতেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেনপ্রধানমন্ত্রী মোদী। অধিকাংশ রাজ্যেই স্কুল, কলেজ, বিশ্বাবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে সিনেমা হল, পার্ক বন্দ, প্রদর্শনী স্থগিত করা হয়েছে। সব রাজ্যেই নির্দিষ্ট হাসপাতালে খোলা হয়েছে কোয়ারেন্টাইন ও আইসোলেশন ওয়ার্ড। বাতিল করা হয়েছে স্পোটিং ইভেন্ট।

Read the full story in English

coronavirus
Advertisment