/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/corona-virus-759.jpg)
মঙ্গলবারের পরিসংখ্যান বলছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ১১১৩ ছুঁয়েছে। তবে জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসেব বলছে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। ১১ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩৮।
তবে নতুন আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে বলেই জানিয়েছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছুঁয়েছিল। সেই সংখ্যাটা ক্রমশ কমছে বলে জানিয়েছে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
আরও পড়ুন, করোনা আতঙ্ক: বিশাল জাহাজের ছোট্ট কেবিনে আটক দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ
চিনের বাইরে বিশ্বের একাধিক দেশেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সেই ভয়াবহতা মাথায় রেখেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) একে সন্ত্রাসবাদের চেয়েও ভয়ংকর বলে আখ্যা দিয়েছে। ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন কেরালার ত্রিশুর মেডিকাল কলেজ হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জাপানে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে। করোনা সংক্রমণের পর ভিয়েতনাম এয়ারলাইন্স-এর ব্যবসা ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখ দেখেছে। ইওরোপিয়ান ইউনিয়ন ক্রাইসিস সেন্টারের তরফ থেকে চিনকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Read the full story in English