Advertisment

কোয়ারেন্টাইন থেকে পালিয়ে বিমানে করোনা আক্রান্ত! হুলুস্থুল বিমানবন্দরে

কোচি থেকে দুবাইগামী ওই বিমান থেকে সকল যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পরীক্ষার জন্য সব যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোচি বিমানবন্দরে হুলুস্থুল

প্রস্তুতি সম্পন্ন। আর কয়েক মুহুর্তের মধ্যেই কোচি বিমানবন্দর থেকে দুবাই উড়ে যাবে বিমান। ঠিক সেই সময়ই খবর হল যে, ব্রিটেনের এক নাগরিকের দেহে রয়েছে মারণ জীবাণু করোনা। যা শুনেই হুলুস্থুল পড়ে যায়। ২৮৯ জন যাত্রীকে নামিয়ে সঙ্গে সঙ্গে খালি করা হয় ওই বিমানটি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, ১৮ জনের সঙ্গে যাত্রা করছেন ওই ব্রিটিশ নাগরিক। কেরালায় সফরকালেই তাঁর শরীরে মেলে করোনা জীবাণু। তাঁকে আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছিল। কিন্তু, হঠাৎ করেই কাউকে না বলে আইসোলেশন থেকে বেরিয়ে কোচি বিমানবন্দরে এসে হাজির হন তিনি।

Advertisment

কোচি বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন যে, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ওই বিমানের ১৯ ব্রিটিশ নাগরিককেই নামিয়ে দেওয়া হবে। পরে সেই সিদ্ধান্তের বদল হয়। দুবাইগামী বিমান থেকে সকল যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষার পর তাদের ছাড়া হবে বলে জানানো হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে এসে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানতেই এই পদক্ষেপ।

মহারাষ্ট্রের পরই কেরালায় সব বেশি মানুষ করোনাভাইরাস আক্রন্ত। করোনা আক্রান্ত সন্দেহে শনিবার কেরালায় ১০৬ জনকে হাসপাতালে ভর্তি হয়েছেন। নজরদারিতে রয়েছেন যারা তাদের বাড়িতে সরাসরি খাবার পাঠিয়ে দিচ্ছে বিজয়ন সরকার। ট্রেনে করে যারা কেরালায় প্রবেশ করছেন তাদের পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্ত ১০৭

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুশারে, কেরালা, রাজস্থায়, উত্তরপ্রদেশ ও দিল্লিতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের খবর মিলেছে।

দক্ষিণ এশিয়ায় করোনার প্রভাব সবচেয়ে বেশি ভারতে। একযোগে মারণ জীবাণু মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার বিকেলে সেই বৈঠক হওয়া কথা। ভিডিও কমফারেন্সে হবে বৈঠক। যাকে স্বাগত জানিয়েছেন ভারতে নিযুক্ত সার্ক গোষ্ঠীর রাষ্ট্রদূতেরা।

শনিবারই করোনাভাইরাসকে 'নোটিফায়েড ডিজাস্টার' বলে বর্নিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment