/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/modi1.jpg)
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় যে এই বৈঠকে আগামী দিনে ভ্যাকসিন সরবরাহ কীভাবে করা হবে সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে। যদিও পুরো বৈঠকটিই ভার্চুয়ালি হচ্ছে। সব দলের সাংসদদেরই এই বৈঠকে উপস্থিত থাকতে আহ্বান জানান হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে ভ্যাকসিন আসবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Prime Minister Narendra Modi addresses all-party meeting called by him to discuss the COVID-19 situation, through video conferencing. pic.twitter.com/nnJdMuIA46
— ANI (@ANI) December 4, 2020
ভ্যাকসিনের দাম কী হবে, তা ঠিক হবে রাজ্যের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই। এদিকে এই বৈঠকের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান তিনি আশা করছেন যে এই সর্বদলীয় বৈঠকে ভারতবাসী কবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে তা সাফ জানাবেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা এই মর্মে একটি টুইটও করেন।
In today's all-party meeting, we hope the PM clarifies by when will every Indian get free Covid vaccine.
हमें आशा है कि आज सर्वदलीय बैठक में PM ये स्पष्ट करेंगे कि हर भारतीय को मुफ़्त कोरोना वैक्सीन कब तक दी जाएगी।
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2020
এদিকে, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। বৃহস্পতিবার দেশে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৫৯৫ জন। সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে গত ২৪ ঘন্টার নিরিখে। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫৪০ জনের।
এখন দেশে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে কেরালা। পিনারাই বিজয়নের রাজ্যে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৭৭ জন। এরপরই করোনা হানায় ভয়ানক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলি হল মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন