Advertisment

সাবান দিয়ে হাত ধোয়া? 'অভ্যাস নেই' অধিকাংশ ভারতবাসীর, বলছে সরকারি সমীক্ষা

করোনাভাইরাসের বিস্তার রুখতে সরকার দেশবাসীকে পরামর্শ দিয়েছে নিয়মিত সাবানজল, অথবা অ্যালকোহল-যুক্ত 'হ্যান্ড স্যানিটাইজার' দিয়ে হাত পরিষ্কার রাখতে

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus precautions

প্রতীকী ছবি

করোনাভাইরাস প্রতিরোধের একটি মূল স্তম্ভ হলো নিয়মিত সাবানজলে হাত ধোয়া। এই মারণ ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই একথা বলে আসছেন বিশেষজ্ঞরা, এবং সরকারও। কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস (NSO)-এর একটি সমীক্ষা বলছে, হাত ধোয়ার অভ্যাস বড় সুলভ নয় ভারতে। সমীক্ষার ফলাফলে পাওয়া গিয়েছে, ৯৯ শতাংশ গৃহস্থালির সদস্যরা খাওয়ার আগে হাত ধোন বটে, তবে স্রেফ ৩৫.৮ শতাংশ গৃহস্থালিতে সাবানজল দিয়ে হাত ধোয়ার চল রয়েছে।

Advertisment

সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত বছরের নভেম্বর মাসে, 'Drinking Water, Sanitation, Hygiene and Housing Condition' শীর্ষক একটি রিপোর্টে। সমীক্ষার আওতায় আসে ১ লক্ষ, ৬ হাজার, ৮৩৮ টি গৃহস্থালি (শহরাঞ্চলে ৬৩,৭৩৬ টি এবং গ্রামাঞ্চলে ৪৩,১০২ টি)।

কোনও বাড়িতে "সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সাধারণত হাত ধুলে" তবেই সেই গৃহস্থালির হাত ধোয়ার অভ্যাস আছে বলে চিহ্নিত করেন সমীক্ষাকারীরা।

সমীক্ষায় ধরা পড়ে, শর এবং গ্রামাঞ্চলে হাত ধোয়ার অভ্যাসে আকাশ-পাতাল ফারাক। যেখানে শহরাঞ্চলে ৫৬ শতাংশ গৃহস্থালিতে খাওয়ার আগে সাবানজল দিয়ে হাত ধোয়ার চল রয়েছে, গ্রামাঞ্চলে এই হার স্রেফ ২৫.৩ শতাংশ।

এর পরেও রয়েছে রাজ্যগত তারতম্য। যেমন খাওয়ার আগে সাবানজল দিয়ে সবচেয়ে কম সংখ্যক মানুষ হাত ধোন ঝাড়খণ্ডে (১০.৬ শতাংশ), এবং সবচেয়ে বেশি সংখ্যক সিকিমে (৮৭.১ শতাংশ)। ঝাড়খণ্ডের ওপরেই তালিকায় রয়েছে বিহার (১৪.৩ শতাংশ), ওড়িশা (১৫.১ শতাংশ), উত্তরপ্রদেশ (২৩.৮ শতাংশ), এবং তামিল নাড়ু (২৭.৩ শতাংশ)। এরাই সাবানজল দিয়ে হাত ধোয়ার তালিকায় নিম্নতম পাঁচ রাজ্য।

তালিকার শীর্ষে সিকিমের নীচেই রয়েছে হিমাচল প্রদেশ (৮৬.২ শতাংশ), চণ্ডীগড় (৮১ শতাংশ), পাঞ্জাব (৭৭.৫ শতাংশ) এবং দিল্লি (৭৩.৫ শতাংশ)। ভারতের এই পাঁচটি রাজ্যেই সবচেয়ে বেশি সংখ্যক বাসিন্দা বিশেষজ্ঞদের অনুমোদিত মতে সাবানজল দিয়ে হাত ধুয়ে থাকেন।

কিন্তু এর বাইরে থাকছে দেশের সেই বিপুল সংখ্যক গৃহস্থালি, যেখানে খাওয়ার আগে হাত ধোয়া হয়, তবে সাবানজল দিয়ে নয়।

india hygiene হাত ধুলেও সাবান দিয়ে ধোয়া হয় না

প্রায় ৬০.৪ শতাংশ গৃহস্থালি - গ্রামাঞ্চলে ৬৯.৯ শতাংশ এবং শহরাঞ্চলে ৪২.১ শতাংশ - খাওয়ার আগে স্রেফ জল দিয়ে হাত ধোয়। আবার আন্দাজ ২.৭ শতাংশ গৃহস্থালি - গ্রামাঞ্চলে ৩.৫ শতাংশ এবং শহরাঞ্চলে ১.৩ শতাংশ - জল এবং মাটি/ছাই/বালি ইত্যাদি দিয়ে হাত ধোয়। দেশে আনুমানিক ১ শতাংশ গৃহস্থালি খাওয়ার আগে একেবারেই হাত ধোয় না।

সাবানজল দিয়ে হাত না ধোয়ার এই প্রবণতা দেশে COVID-19 এর বিরুদ্ধে লড়াইটাকে আরও অনেক কঠিন করে তুলতে পারে। করোনাভাইরাসের বিস্তার রুখতে সরকার দেশবাসীকে পরামর্শ দিয়েছে নিয়মিত সাবানজল, অথবা অ্যালকোহল-যুক্ত 'হ্যান্ড স্যানিটাইজার' দিয়ে হাত পরিষ্কার রাখতে, এবং ভাইরাস নিধন করতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ঘনঘন হাত ধোয়ার পরামর্শ দিয়েছে সকলকেই।

তবে আশার কথা একটাই, তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ (৭৪.১ শতাংশ গৃহস্থালি) বলেছেন যে শৌচকর্মের পর সাবানজল দিয়ে হাত ধোন তাঁরা। এদের মধ্যে শহরাঞ্চলে রয়েছে ৮৮.৩ শতাংশ গৃহস্থালি, এবং গ্রামাঞ্চলে ৬৮.৮ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রকের আওতাধীন NSO এই সমীক্ষা চালায় ২০১৮ সালের জুলাই এবং ডিসেম্বর মাসের মধ্যে।

Advertisment