কোভিড-১৯ ভ্যাকসিন এখনও উপলব্ধ হয়নি। তবে এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৪৮। শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার। গত পাঁচ দিন ধরে দেশে পঞ্চাশ হাজারের নীচে রয়েছে সংক্রমণের হার। এমনকী, ছয় লক্ষের নিচে নেমে গেছে, অ্যাক্টিভ কেসের সংখ্যা। আগস্টের প্রথম সপ্তাহের পর এই প্রথম।দেশে সুস্থতার হার বেড়ে ৯১.১৫ শতাংশ, কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা
কোভিড-১৯ ভ্যাকসিন এখনও উপলব্ধ হয়নি। তবে এর মধ্যে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬৪৮। শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার। গত পাঁচ দিন ধরে দেশে পঞ্চাশ হাজারের নীচে রয়েছে সংক্রমণের হার। এমনকী, ছয় লক্ষের নিচে নেমে গেছে, অ্যাক্টিভ কেসের সংখ্যা। আগস্টের প্রথম সপ্তাহের পর এই প্রথম।
দেশে মৃত্যুর হার পৌঁছেছে সর্বমোট ১.২২ লক্ষে পৌঁছেছে। সুস্থতার সংখ্যা হার বেড়ে ৯১.১৫ শতাংশ হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন