করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা দেশ। মারণ ভাইরাসের আতঙ্কে এবার দর্শনার্থীদের ছাড়াই অনুষ্ঠিত হবে ‘দ্য বিটিং রিট্রিট’। পাঞ্জাবে আটারি-ওয়াঘা সীমান্তে ‘দ্য বিটিং রিট্রিট’ দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী। শনিবার থেকেই করোনা ভাইরাস নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। সরকারের নির্দেশিকা মেনেই দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে ভয়াবহ করোনা হানা, আপনি কীভাবে বাঁচবেন?
ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৩১ জন। মোট ২৯ হাজার ৬০৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি আরও জানিয়েছেন, চিনের উহান থেকে গত ১ ও ২ ফেব্রুয়ারি ৬৫৪ জনকে আনা হয়েছে। তাঁদের হরিয়ানায় সেনা ক্যাম্পে কোয়ারেন্টাইন ও দিল্লির চাওয়ালাতে আইটিবিপি ক্যাম্পে ১৪ দিন রাখা হয়েছিল।
আরও পড়ুন: ‘সব জ্বরই করোনা নয়’, মারণ ভাইরাস মোকাবিলায় বঙ্গবাসীকে আশ্বাস মমতার
করোনা ভাইরাস মোকাবিলায় কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে কোয়ারেন্টাইন তৈরি করার পরামর্শ দিয়েছেন সোনিয়া।
এদিকে, অমৃতসরের একটি হোটেলে ইটালির ১৩ জন পর্যটককে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাঁদের শরীরে করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন