Advertisment

দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে সরকার

''লকডাউন বাড়ানোর জন্য় একাধিক রাজ্য় আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
লকডাউন, lockdown

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতে ক্রমশ থাবা বসাচ্ছে করোনা। ভাইরাস মোকাবিলায় দেশে চলছে ২১ দিনের লকডাউন। সরকারি সূত্রে খবর, করোনা মোকাবিলায় দেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য়, ভাইরাস রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে বেশ কয়েকটি রাজ্য়। গোটা পরিস্থিতি বিবেচনা করে দেখে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

Advertisment

এ প্রসঙ্গে সরকারের এক সূত্র জানিয়েছেন, ''লকডাউন বাড়ানোর জন্য় একাধিক রাজ্য় আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। এমনকি, বিশেষজ্ঞরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্র সরকার এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে''।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৭টি রাজ্য় লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে মোদী সরকারের কাছে। ওই রাজ্য়গুলিতে করোনা আক্রান্তের সংখ্য়া মোট ১৩৬৭। ওই রাজ্য়গুলোর তরফে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার পরও তাদের রাজ্য়ে বিধিনিষেধ বহাল রাখতে চায়।

উল্লেখ্য়, দেশে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। এ দেশে ভাইরাসে আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৪৪২১। করোনায় মৃতের সংখ্য়া ছুঁয়েছে ১১৪।

তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে তিনি। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ছত্তীসগড়, ঝাড়খণ্ডও ১৪ এপ্রিলের পর নিষেধাজ্ঞা প্রত্য়াহার না করার ইঙ্গিত দিয়েছেন।

অন্য়দিকে, দেশের যেখানে করোনার সংক্রমণ ঘটেনি, সেখানে যাতে ধীরে ধীরে লকডাউন তোলা হয়, সে ব্য়াপারে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তুতি নিতে সোমবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এর আগে, গত সপ্তাহে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ”লকডাউন শেষ হলে কী হবে, সে বিষয়ে রাজ্য় ও কেন্দ্র সরকারকে এগজিট স্ট্র্য়াটেজি বানাতে হবে”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
coronavirus
Advertisment