চলতি মাসের শুরু থেকেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামছিল। দৈনিক আক্রান্তের হার ২০-২৫ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিল। এমনকী চলতি মাসেই দৈনিক সংক্রমণ ২০ হাজারের নিচেও নেমেছিল দু’দিন। তবে, রবিবার তা একধাক্কায় নেমে এসেছে ১৮ হাজারের ঘরে। যা কিনা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন।
কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। যা শনিবারের থেকে প্রায় চার হাজার কম। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২১ হাজার ৪৩০ জন। যা অবশ্য শনিবারের থেকে অনেকটা কম। আপাতত যা উদ্বেগ বাড়াচ্ছে। মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৭৮ হাজার ৬৯০ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৭৫ শতাংশের কাছাকাছি।
With 18,732 new #COVID19 infections, India’s total cases rise to 1,01,87,850
With 279 new deaths, toll mounts to 1,47,622 . Total active cases at 2,78,690
Total discharged cases at 97,61,538 with 21,430 new discharges in the last 24 hours. pic.twitter.com/m7BYvuqf7G
— ANI (@ANI) December 27, 2020
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ৮৭ হাজার ৮৫০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৭ লক্ষ ৬১ হাজার ৫৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় কোভিডে ভারতে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৬২২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৯ লক্ষ ৪৩ হাজার জনের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন