করোনার প্রকোপ বিশ্বে এখনও বেড়েই চলেছে। এরই মধ্যে আশার কথা শোনা গেল দুই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার মুখে। আমেরিকার সংস্থা মডার্না এবং চিনের সংস্থা সাইনোভ্যাক বায়োটেক লিমিটেড জানিয়েছে তাঁদের পরীক্ষামূলক ট্রায়াল অনেকাংশেই কার্যকর হয়েছে।
সম্প্রতি ভ্যাকসিন প্রস্তুতের প্রক্রিয়া চালাতে এমআরএনএ ভ্যাকসিন ইঁদুরের দেহে প্রয়োগ করেছে। দেখা গিয়েছে সেখানে অন্যকোনও শারীরিক উপসর্গ লক্ষ করা যায়নি। আগামী মাসেই পরবর্তী ট্রায়াল করবে তাঁরা। অন্যদিকে চিনের সংস্থা সাইনোভ্যাক বায়োটেক জানিয়েছে ব্রাজিলে তৃতীয় পর্যায়ের ট্রায়াল করতে প্রস্তুত তাঁরা।
আরও পড়ুন, ‘করোনা কমবে ৫ থেকে ১৪ দিনে’, ওষুধ আবিষ্কারের দাবি পতঞ্জলির
প্রসঙ্গত বিশ্বে প্রায় ১০০টিরও বেশি কোভিড ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়েছে। মানুষের দেহেও প্রয়োগ হয়েছে বেশ কিছু ভ্যাকসিন। জুলাইতে ৩০ হাজার অংশগ্রহণকারীদের দেহে এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন প্রয়োগ করতে চলেছে মার্কিন সংস্থা মডার্না। এখনও পর্যন্ত এই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যা আশ্বস্ত করছে চিকিৎসকমহলকে।
সংস্থার তরফে প্রেস বিবৃতি দিয়ে জানান হয়েছে যে এই ভাইরাসের মুখোমুখি হওয়ার আগেই ইঁদুরকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে ভ্যাকসিন দেওয়ার সাত সপ্তাহ পরেও ইঁদুরের দেহের ফুসফুসে আক্রমণ চালাতে সক্ষম হয়নি করোনা ভাইরাস। প্রসঙ্গত গত মাসেই এই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জানায় যে এই এম আরএন এ ভ্যাকসিন দেহে অ্যান্টিবডি তৈরি করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেও সক্ষম হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন