Advertisment

দুর্নীতিকে একহাত নিয়ে পরিবারতন্ত্রকে বেনজির আক্রমণ, মোদীর নিশানায় এবার কে?

চেন্নাই-কোয়ম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদী

author-image
IE Bangla Web Desk
New Update
"Narendra Modi, Modi chennai airport, modi tamil nadu visit, modi telangana visit, modi karnataka visit, modi chennai airport news, vande bharat express, chennai news, tamil nadu news, hyderabad news, indian express"

রাজ্য কোনও সহযোগিতা করছে না, হায়দ্রাবাদের সভা থেকে কেসিআর-কে খোঁচা, বিআরএসকে এদিন ভয়ঙ্কর আক্রমণ করেন মোদীর। সেই সঙ্গে তিনি তাঁর ভাষণে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হয়েছেন। মোদী এদিনের সভা থেকে বলেন, ‘স্বজনপ্রীতি আজ তেলেঙ্গানার গরীব মানুষের রেশন কেড়ে নিচ্ছে’। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'যারা তাদের দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন সেখানেও তাদের সুরক্ষা মিলছে না,  আদালতও তাদের তাদের ফেরত পাঠাচ্ছে।

Advertisment

তাঁর অভিযোগ, তেলঙ্গানার মানুষের জন্য কেন্দ্রের উন্নয়ন কাজে বাধা দিয়ে বিআরএস। দলের ‘দুর্নীতি’ও ‘পরিবারতন্ত্রকেও এদিন একহাত নিয়েছেন মোদী। ’ হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর এক জনসভায় মোদী কেসিআর তথা  ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)কে একহাত নিয়েছেন। তিনি অভিযোগ করেন রাজ্যে উন্নয়নের পথে আজ বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কেসিআরের দল।  

মোদীর আজকের এই হায়দরাবাদে সফরে এইমস বিবিনগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাশাপাশি তিনি পাঁচটি জাতীয় মহাসড়ক প্রকল্প, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি এক বিশাল জনসভায় ভাষণও দেন। তিনি তাঁর ভাষণে বলেন, নতুন ভারতে, দেশবাসীর আশা পূরণ করা আমাদের অগ্রাধিকার, তবে মুষ্টিমেয় মানুষ এই উন্নয়নের কাজে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে এদিন সোচ্চার হন মোদী।  

তেলেঙ্গানা থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি ১২৬০ কোটি টাকা ব্যয়ে চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন। বিকেল ৪টায়, প্রধানমন্ত্রী এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে একটি অনুষ্ঠানে চেন্নাই-কোয়ম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন। একই সময়ে তিনি রেলের অন্যান্য প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করবেন। বিকাল ৪.৪৫মিনিটে টায়, চেন্নাইয়ের শ্রী রামকৃষ্ণ মঠের ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন মোদী। সন্ধ্যা ৬.৩০ মিনিটে  প্রধানমন্ত্রী চেন্নাইয়ের অ্যালস্ট্রম ক্রিকেট গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে তিনি প্রায় ৩৭০০ কোটি টাকার সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

modi
Advertisment