Advertisment

আমার মতো অবিবাহিতদের সম্মান প্রাপ্য, আর দুইয়ের বেশি সন্তানের বাবা-মায়ের ভোটাধিকার কাড়া প্রয়োজন: রামদেব

তবে, পরিবারের দায়িত্ব সামলানোও যে খুব সহজ কাজ নয়, সে কথা স্বীকার করে নিয়েছেন রামদেব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যোগগুরু রামদেব। ফাইল ছবি।

আমার মতো অবিবাহিতদের সম্মান জানানো উচিত, আর যাঁদের দুটির বেশি সন্তান, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া দরকার। এমনটাই বললেন যোগগুরু তথা শিল্পদ্যগী রামদেব। পতঞ্জলী যোগপীঠের এক জমায়েতে তিনি বলেন, "আমার মতো যারা বিয়ে করেনি, তাঁদের সম্মান করা উচিত দেশের। আর বিয়ে করলেও, যদি কেই দুটির বেশি সন্তানের জন্ম দেয়, তাহলে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত"।

Advertisment

আরও পড়ুন- Whatsapp এবার চ্যালেঞ্জের মুখে? এসে গেল রামদেবের স্বদেশি ‘কিমভো’

নিজের অকৃতদার পরিচয় নিয়ে রামদেব যে এবারই প্রথম মুখ খুললেন তা নয়। ৫২ বছরের এই যোগগুরু অতীতেও এ বিষয়ে নিজের 'গর্ব' প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, "মানুষ সারা জীবন নিজের পরিবারের জন্য খেটে যায়। অথচ আমায় দেখুন, আমার স্ত্রীও নেই, সন্তানও নেই। তবুও আমি বহাল তবিয়তে রয়েছি..."। তবে, পরিবারের দায়িত্ব সামলানোও যে খুব সহজ কাজ নয়, সে কথা স্বীকার করে নিয়েছেন রামদেব।

যোগগুরুকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, "আমি ঝুটঝামেলা (সংসারের দায়) নিতে চাইনি। আমি বরং ব্র্যান্ড তৈরি করেছি...আর আজ যদি আমার সন্তান থাকত, তাহলে তারা পতঞ্জলির অধিকার দাবি করত। সেক্ষেত্রে আমায় বলতে হত, পতঞ্জলি তাদের বাবার সম্পত্তি নয়, এটি সমগ্র দেশের সম্পদ"।

আরও পড়ুন- বাজারে কি আসতে চলেছে পতঞ্জলি সিম ?

প্রসঙ্গত উল্লেখ্য, রামদেবের পতঞ্জলি ভারতের দ্রুত বেড়ে ওঠা সংস্থাগুলির মধ্যে অন্যতম। হরিদ্বার কেন্দ্রিক এই সংস্থা ইতিমধ্যে সারা দেশে ৫৬ হাজার রিটেইলার জোগাড় করে ফেলেছে।

Read the full story in English

Patanjali Ramdev
Advertisment