Advertisment

মহারাষ্ট্রে তৈরি হবে দেশের দ্বিতীয় প্রতিরক্ষা ইনোভেশন হাব

মন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, নাসিকে ইনোভেশন হাব তৈরি হলে স্থানীয় শিল্প ফুলে ফেঁপে উঠবে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে 'মেক ইন ইন্ডিয়া'-র ভাবনাকেও আরও জোরদার করা হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মন্ত্রী সুভাষ ভামরে

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে বর্তমানে রয়েছে দেশের একমাত্র প্রতিরক্ষা ইনোভেশন হাব। খুব শিগগির মহারাষ্ট্রের নাসিককে গড়ে তোলা হবে দ্বিতীয় প্রতিরক্ষা ইনোভেশন হাব হিসেবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন এমনটাই।

Advertisment

বৃহস্পতিবার ওঝারে দেশের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত অংশীদারদের সঙ্গে এক বৈঠক চলাকালীন জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী গিরীশ মহাজন, প্রতিরক্ষা উৎপাদন দফতরের সচিব অজয় কুমার, হ্যালের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর আর মাধবন সহ আরও অনেকে।

আরও পড়ুন, বসপা-তে যোগ দিচ্ছেন ভাইপো আকাশ, জানালেন মায়াবতী

মন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, নাসিকে ইনোভেশন হাব তৈরি হলে স্থানীয় শিল্প ফুলে ফেঁপে উঠবে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে 'মেক ইন ইন্ডিয়া'-র ভাবনাকেও আরও জোরদার করা হবে।

ভারতকে ২০২৫-এর মধ্যে বিশ্বের প্রথম পাঁচটি অস্ত্র রফতানিকারক দেশের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকে এই জানান সুভাষ ভামরে। সেই লক্ষ্য অর্জন করতে পারলে অস্ত্র রফতানি করে দেশের বার্ষিক আয় হবে ৩৫ হাজার কোটি টাকা।

Read the full story in English

Advertisment