Advertisment

জেলেই মিলবে ‘বিশেষ সুবিধা’, ঋণখেলাপি মামলায় Videocon কর্তার সিবিআই হেফাজত     

সোমবার ধৃতদের আদালতে পেশ করা হলে আদালত তিনজনকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে নির্দেশ দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
ICICI videocon case, access to home food in CBI Custody, Chanda Kochhar, Dhoot, ICICI news,

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে Videocon গ্রুপের কর্ণধার বেণুগোপাল ধুতকে গত সোমবারই গ্রেফতার করে সিবিআই।

মঙ্গলবার একটি বিশেষ আদালত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও চন্দা কোচার, তার স্বামী দীপক এবং ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ভেনুগোপাল ধুতকে সিবিআই হেফাজতে থাকাকালীন সময়ে চেয়ার, টেবিল বিছানা এবং গদি সহ বাড়ির খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের অনুমতি দিয়েছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হলে আদালত তিনজনকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে নির্দেশ দেয়।

Advertisment

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে Videocon গ্রুপের কর্ণধার বেণুগোপাল ধুতকে গত সোমবারই গ্রেফতার করে সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এই শিল্পপতির বিরুদ্ধে। আইসিআইসিআই প্রতারণা মামলায় আগেই ওই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দা কোচারকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে চন্দার স্বামী দীপক কোচারও।

২০১২ সালের মার্চ পর্যন্ত ১,৭৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কোচার দম্পতিকে গ্রেফতার করা হয়৷ ২০১৯ সালে দায়ের করা মামলার তদন্তের পরে এই দম্পতির বিরুদ্ধে অতিরিক্ত চার্জ যুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারা (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন) কোচরদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিকে ইঙ্গিত করে। সিবিআই দাবি করেছে যে দম্পতি তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস ২০১৮ সালের মার্চেই প্রতিবেদনে জানিয়েছিল যে আইসিআইসিআই ব্যাঙ্ক তৎকালীন এমডি চন্দা কোচার নেতৃত্বে ভিডিয়োকনের কর্ণধার ভেনুগোপাল ধুতকে হাজার কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন। যার বদলে ভিডিওকনের থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ নিয়েছিলেন কোচাররা। জানা যায়, চন্দার স্বামী দীপক কোচার এবং দুই আত্মীয় ৩,২৫০ হাজার কোটি টাকা পাওয়ার প্রায় ছয় মাস পরে একটি সংস্থা তৈরি করেছিলেন।

২০১৯ সালে তদন্ত শুরু করে সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ককে ১,৭৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে সিবিআই কোচার দম্পতি এবং ভিডিয়োকন গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এফআইআর-এ, সিবিআই সুপ্রিম এনার্জি প্রাইভেট লিমিটেড, ভিডিয়োকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স লিমিটেড (ভিআইইএল) এবং অজানা সরকারি কর্মচারীদের অভিযুক্ত হিসাবে নাম দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে ‘অভিযুক্ত চন্দা কোচার আইসিআইসিআই ব্যাঙ্ককে প্রতারণা করার জন্য ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বেসরকারি ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ঋণ মঞ্জুর করেছিলেন। যা অপরাধমূলক ষড়যন্ত্র।’ ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

সিবিআই জানিয়েছে যে ঋণের ৪০ হাজার কোটি টাকা ভিডিয়োকন গ্রুপ এসবিআয়ের নেতৃত্বে ২০টি ব্যাঙ্কের একটি কনসোর্টিয়াম থেকে সুরক্ষিত করেছিল। ৩,২৫০ কোটি টাকার ঋণের মধ্যে ২,৮১০ কোটি টাকা প্রায় ৮৬ শতাংশ অপ্রয়োজনীয় রয়ে গেছে। ভিডিওকন অ্যাকাউন্টটিকে ২০১৭ সালে একটি নন-পারফর্মিং অ্যাসেট হিসাবে ঘোষণা করেছিল।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, ২০০৮-এর সেপ্টেম্বরে এই ঋণ দিতে চন্দা কোচার তার পদের অপব্যবহার করেছেন এবং পরের দিনই, তার স্বামীর সংস্থা Nupower Renewables ভিডিওয়োন গ্রুপের থেকে ৬৪ কোটি টাকা পেয়েছিল।

cbi Venugopal Dhoot
Advertisment