Advertisment

Brij Bhushan Singh: ঘটনার সময় দিল্লিতেই ছিলেন না, অভিযোগের তদন্ত হওয়া উচিত, আদালতে জানালেন ব্রিজভূষণ

যুক্তিতর্ক শেষে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আদালত তার রায় সংরক্ষণ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Brij bhushan singh case, brij bhushan sharan singh, kaiserganj lok sabha seat, wfi brij bhushan sharan singh,

ঘটনার সময় দিল্লিতেই ছিলেন না, অভিযোগের তদন্ত হওয়া উচিত, আদালতে জানালেন ব্রিজভূষণ

উত্তরপ্রদেশের কায়সারগঞ্জের সাংসদ এবং WFI (রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়া) এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পৌঁছে দাবি করেছেন ৭ সেপ্টেম্বর ২০২২-এ ঘটনার সময় তিনি দিল্লিতেই ছিলেন না। তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হওয়া উচিত। যুক্তিতর্ক শেষে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আদালত তার রায় সংরক্ষণ করেছে।

Advertisment

দিল্লি পুলিশ এই মামলায় ব্রজ ভূষণের বিরুদ্ধে ২০২৩ সালের জুন মাসে চার্জশিট দাখিল করেছিল। তার বিরুদ্ধে 354, 354-A, 354-D এবং 506 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ইস্যুতে, ১৮ জানুয়ারি ২০২৩ -এ প্রথমবার, কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট সহ ৩০ জনেরও বেশি কুস্তিগীর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে অংশ নেন।

ব্রিজভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে ২০০৯ সাল থেকে একটানা সাংসদ পদে বহাল রয়েছেন। তিনি যখন রেসলিং ফেডারেশনের সভাপতি ছিলেন, তখন তার বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ উঠে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ১৮ এপ্রিল ঘোষণা করে এই বিষয়ে আগামী ২৬ এপ্রিল রায় ঘোষণা করা হবে।

কায়সারগঞ্জ লোকসভা আসনের ভোট হবে পঞ্চম দফায় অর্থাৎ ২০ মে। ২৬ এপ্রিল থেকে এখানে মনোনয়ন শুরু হবে। ৩ মে মনোনয়নের শেষ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে। কায়সারগঞ্জ আসন থেকে বিজেপির তারাবগঞ্জের বিধায়ক প্রেমনারায়ণ পান্ডে এবং কর্নেলগঞ্জের বিধায়ক অজয় ​​সিং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাদের যে কোনো একটির নামের ওপর দল সম্মতি দিতে পারে।

প্রাক্তন WFI সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির মামলার শুনানির জন্য দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পৌঁছে যৌন হয়রানির মামলার আরও তদন্ত চেয়ে আবেদন করেছেন। রাউজ অ্যাভিনিউ আদালত ২৬ এপ্রিল ব্রিজ ভূষণ শরণ সিংয়ের আবেদনের উপর রায় সংরক্ষিত রেখেছে।

Brij Bhushan Sharan Singh
Advertisment