Advertisment

১৫-১৮ বছর বয়সীদের শুধুমাত্র Covaxin দেওয়া হবে, ১ জানুয়ারি থেকে শুরু স্লট বুক

১ জানুয়ারি থেকেই কো-উইন অ্যাপের মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Covaxin only vaccine for children of 15-18 yrs, can book slots on Cowin from Jan 1

করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে করোনা টিকার চাহিদা। আর সেই চাহিদা হ্রাসের কথা মাথায় রেখে ভারত বায়োটেক ঘোষণা করেছে যে Covaxin উৎপাদন কমানো হবে।

করোনার টিকাকরণ অভিযানে গতি আরও বাড়ছে। নতুন বছরের শুরু থেকে দেশজুড়ে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হতে চলেছে। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযান। ১ জানুয়ারি থেকেই কো-উইন অ্যাপের মাধ্যমে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য শুধুমাত্র কোভ্যাক্সিনই প্রয়োগ করা হবে।

Advertisment

দেশে করোনা নিয়ে আতঙ্গ জিইয়ে রয়েছে। গোদের উপর বিষফোঁড়ার মত উদ্বেগ বাড়াচ্ছে ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে ছশো ছাড়িয়ে গিয়েছে। এই আবহে আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ ঊর্ধ্বদের টিককারণ শুরুর পথে।

১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে আগামী ১ জানুয়ারি থেকে কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে যাবে। তবে ১৫ ঊর্ধ্ব অনেকেরই আধার কার্ড বা অন্য পরিচয় পত্র নেই। তাদের ক্ষেত্রে স্কুলের পরিচয় পত্রই গণ্য হবে।

উল্টোদিকে, আগামী ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধা এবং কোমর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব নাগরিকরাদের সতর্কতামূলক (বুস্টার) ডোজ দেওয়া হবে। ১০ জানুয়ারি থেকে চালু হবে কোভিড টিকার এই তৃতীয় ডোজ। ৯ মাস আগে যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজটি পেয়েছেন তাঁদেরই আগে এই বুস্টার ডোজ দেওয়া হবে।

আরও পড়ুন- দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, আক্রান্তের সংখ্যা সাড়ে ছ’শো ছাড়াল

৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের মানে হল এই, যে চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা প্রাথমিক টিকাদানের সময়সূচীতে দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি গ্রহণ করবেন। অর্থাৎ, প্রধানত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথমে এই বুস্টার ডোজ পাবেন। একইসঙ্গে করোনার এই সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকরাও।

Read full story in English

CoWin Child Vaccination coronavirus
Advertisment