Advertisment

মুখ্যমন্ত্রী স্বয়ং ‘শিব’, করোনার ক্ষতির সাধ্য নেই, দাবি বিজেপি নেতার

এবার বেফাঁস মন্তব্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

author-image
IE Bangla Web Desk
New Update
COVID-19 can not harm Madhya pradesh where Shiv is CM Tarun Chugh

শিবরাজ সিং চৌহান। ফাইল ছবি

‘শিব মুখ্যমন্ত্রী, বিষ্ণু রাজ্যে দলের শীর্ষ নেতা, মধ্যপ্রদেশের ক্ষতি করতে পারবে না করোনা’। এবার বেফাঁস মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। ইতিমধ্যেই বিজেপি নেতার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। দলের কর্মীদের চাঙ্গা রাখতেই এই ধরনের মন্তব্য বিজেপি নেতার, তরুণ চুঘকে দুষে মন্তব্য কংগ্রেসের মুখপাত্রের। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে করোনা-হানার প্রকৃত-চিত্র গোপন করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস।

Advertisment

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। দলের রাজ্য সভাপতি বিষ্ণু দত্ত শর্মা। দুই নেতার নামের সঙ্গে হিন্দু-দেবতা শিব ও বিষ্ণুর নামের যোগ রয়েছে। এবার সেই নামের মিল তুলে ধরেই বেফাঁস মন্তব্য করে ফেললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ।

মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৯১,২৬০। শিবরাজ সিং চৌহানের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০,৫১৪। মধ্যপ্রদেশে করোনার সংক্রমণ প্রসঙ্গে রবিবার টুইটে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ লিখেছেন, ‘করোনা কীভাবে ক্ষতি করবে মধ্যপ্রদেশের, যেখানে দলের রাজ্য সভাপতি বিষ্ণু ও মুখ্যমন্ত্রী শিব।’ এরই পাশাপাশি বিজেপির ওই নেতা আরও দাবি করেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনা টিকার ১৩৫ কোটি ডোজ পৌঁছে যাবে। এদিকে, মধ্যপ্রদেশের করোনা-পরিস্থিতি নিয়ে বিজেপি নেতার এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।

আরও পড়ুন- কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু, নিম্নমুখী সক্রিয় রোগীর হারও

মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তের কটাক্ষ, দলের কর্মীদের চাঙ্গা রাখতেই এই ধরনের মন্তব্য করে থাকেন বিজেপি নেতারা। রাজ্য সরকার করোনা-হানার প্রকৃত তথ্য গোপন করছে বলেও অভিযোগ এই কংগ্রেস নেতার। তিনি আরও বলেন, ‘বিজেপি রাজ্য সভাপতিই বলেছেন তাঁদের দলের নেতা ও কর্মী মিলিয়ে সাড়ে তিন হাজার জনের করোনায় মৃত্যু হয়েছে। যখন রাজ্যে কার্যত তাণ্ডব চালাচ্ছিল করোনা তখন কোথায় ছিলেন শিবরাজ ও বিষ্ণু দত্তরা? তাঁরা কি ঘুমোচ্ছিলেন? ভবিষ্যতেও কীভাবে তাঁরা পরিস্থিতির মোকাবিলা করবেন?’

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও দলের রাজ্য সভাপতি বিষ্ণু দত্তকে নিয়ে করা চুঘের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কংগ্রেস নেতা ভূপেন্দ্র গুপ্ত আরও বলেছেন, ‘নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাওয়া এই ধরনের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তাঁরা নিজেদের সর্বময় কর্তা হিসেবে মনে করেন। এই ধরনের শক্তি বিশ্বাস করে যে তাঁরাই ভগবান।’

তবে দলের সর্বভারতীয় ওই নেতার মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্ককে বিশেষ আমল দিতে নারাজ মধ্যপ্রদেশ বিজেপির সম্পাদক রজনীশ আগরওয়াল। তাঁর মতে, ‘সাধারণভাবেই ওই মন্তব্য করেছেন তরুণ চুঘ। তিনি শুধু মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির নামের প্রথম অংশটি উল্লেখ করেছেন।’

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Madhya Pradesh Shivraj Singh Chouhan corona
Advertisment