গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু, উদ্বেগ বাড়াল পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus india,coronavirus india update,coronavirus india cases,coronavirus india cases today,coronavirus cases in india,coronavirus cases in india today,coronavirus cases in india in last 24 hours,coronavirus cases in india today update,coronavirus cases in india in 24 hours,covid cases in india,corona news in bengali,bengali news,bengali news today,bengali news update,bangla news today,bangla news,

, ক্লাসরুম এবং মিটিং হলের মতো স্থানগুলিতে করোনা ভাইরাস বাতাসে মাধ্যমে অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে।

বুধবার দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল সংক্রমণ। পাশাপাশি বাড়ল দৈনিক কোভিডে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ গণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। গতকাল যা ছিল ১৩ হাজারের ঘরে।

Advertisment

গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৫। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হল ২৭৮ জনের। কিছুটা বেড়েছে কোভিডে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন। দেশে করোনাজয়ীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন।

ভারতে করোনা টিকাকরণ দ্রুত গতিতে চলছে। এখনও পর্যন্ত মোট ১৭৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিকে, বাংলায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণের হার। তবে কমেছে মৃত্যু। পজিটিভিটি রেট-ও গত দু’দিনের তুলনায় নিম্নমুখী। বাংলায় কোভিড সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা।

আরও পড়ুন করোনা সংক্রমণ রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়: গবেষণা

Advertisment

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২৩৪ জন। যা গতদিন ছিল ২০০ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৭৮৯ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ২৩৩ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ১ হাজার ৬ জন কমে ৩ হাজার ৪৩৭ জন।

coronavirus Coronavirus India Updates