/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/corona-1.jpg)
আতঙ্ক জিইয়ে রেখেছে করোনা।
হঠাৎ করেই করোনা নিয়ে আতঙ্ক বাড়তে শুরু করেছে। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। এই আবহেই উদ্বেগ বাড়াল স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের করোনা আপডেট। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে দেশে বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ২,১৮৩ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ১৫০ জন। এর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ২১৪ জন। বর্তমানে মোট অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৪২। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৯৮৫ জন। এদিকে গতকাল করোনায় মৃত্যু ছিল ৪ জনের। আজ সেই সংখ্যা ২১৪ তে পৌঁছাতেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।
আরও পড়ুন: কংগ্রেস সন্ত্রাসের বিরুদ্ধে বললেও সন্ত্রাসবাদীদের ছেড়ে দেয়: নাড্ডা
এদিকে, দিল্লিতে কোভিড ১৯ সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পজিটিভিটি রেট দু সপ্তাহেই বেড়ে হয়েছে ০.৫ শতাংশ থেকে 5.৩৩ শতাংশে। দিল্লিতে রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ এর গন্ডি অতিক্রম করেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় রাজধানী শহরে মোট আক্রান্তের সংখ্যা চিহ্ন ৫১৭। ক্রমবর্ধমান সংক্রমণ বাড়তে থাকায় দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) পরিস্থিতির পর্যালোচনা করে খতিয়ে দেখতে আগামী ২০ এপ্রিল এক বৈঠক অনুষ্টিত করতে চলেছে।
Read full story in English