প্রথমবারের লকডাউন থেকে শিক্ষা নিয়েছে দেশের পরিযায়ী শ্রমিকরা। পরিবার নিয়ে নয় বরং লকডাউনের লড়াই একা করার সিদ্ধান্তের পথে হেঁটেছে। দেশে প্রবল বেগে বেড়ে চলেছে কোভিড দাপট। লকডাউন, নাইট কার্ফু শুরু হয়েছে একাধিক রাজ্যে। সেই আবহে ফের শুরু হয়েছে চাকরি হারানোর সময়।
সদ্য চাকরি হারিয়েছেন মহম্মদ শাব্বির আনসারি। ওলাতে চাকরি করতেন। সম্প্রতি খুইয়েছেন সেই কাজ। তিনি বলেন, "আবার বাড়ছে করোনা। আমি পুরো খালি হাতে বসে আছি। এররকম চলতে থাকলে আগামী ১০ দিনের মধ্যে আমাকে ঝাড়খণ্ডে বাড়িতে ফিরে যেতে হবে। প্রথম লকডাউনের সময় ঝাড়খণ্ড সরকারকে বলেছিলাম সাহায্য করতে। কিছুই করেনি।"
আরও পড়ুন, একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৫ হাজার, রেকর্ড আবহে কোভিডের দ্বিতীয় ডোজ নিলেন মোদী
দু'বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে ছেড়েই দিল্লিতে কাজ করতে এসেছিলেন 'পরিযায়ী' আনসারি। পুরোনো স্মৃতি উস্কে তিনি বলেন, "একমাত্র আমরাই জানি প্রথমবারের লকডাউনে কী হয়েছিল। এবার সেটা আর ফিরে পেতে চাই না।" সরকারি কোনও তথ্য প্রকাশিত না হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই ধাপে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি এবং তাঁরা একাকী ফিরে এসেছে কাজের জায়গায়।
ঝাড়খণ্ডের শ্রম দফতরের কমিশনার রাকেশ প্রসাদ বলেন, "পুরুষরা কাজে ফিরে গেলেও মহিলারা আর পরিযায়ী হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ কর্তে ইচ্ছে প্রকাশ করছে না। এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি কোনদিকে যায় সেটাই দেখার।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন