Advertisment

করোনার রক্তচক্ষু! ফের দৈনিক আক্রান্তের সংখ্যা লাখ পার, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেসও

প্রায় সাত মাস পর সংক্রমণের এই রকেট গতিতে বৃদ্ধি আতঙ্ক তীব্র করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19 omicron in india 7 january 2022 updates

বিধি শিথিল হতেই চোখ রাঙাচ্ছে করোনা। এক্সপ্রেস ফটো- জিতেন্দ্র এম

ফের একবার দেশের দৈনিক করোনা সংক্রমণের হার লক্ষাধিক। প্রায় সাত মাস পর সংক্রমণের এই রকেট গতিতে বৃদ্ধি আতঙ্ক তীব্র করছে। লাগামহীনভাবে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। তবে গত দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় সংক্রমণে মৃত্যুর হার সামান্য কমেছে।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। যা আগের দিনের থেকে ২৬ হাজার ১৯২ বেশি সংক্রমণ বৃদ্ধির হার গত দিনের চেয়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যাতেও অস্বস্তি বেড়েছে। বর্তমানে দেশে করোনায় সর্কিয় করোনা রোগী রয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৫ হাজার বেশি।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন। মোট করোনা জয়ীর সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন।

ভয়ঙ্কর ভাইরাস করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০২ জন। যা গতদিন ছিল ৩২৫। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন।

আরও পড়ুন- দুটি ঢেউয়ের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন এমন দিশেহারা অবস্থা, জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৭ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৯ জন।

দেশে করোনা সংক্রমণের পটিজিভিটি রেট বেড়ে হয়েছে ৭.৭৪ শতাংশ।

কোভিড আক্রান্তের নিরিখে দেশে শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ৩৬ হাজার ২৬৫ জন। মুম্বইয়ে আক্রান্তের হার বেড়েছে ৩১.৭ শতাংশ। এশিয়ার অন্যতম সর্ববৃহৎ ধারাভি বস্তিতেও করোনা থাবা বসিয়েছে। মহারাষ্ট্রের এই পরিসংখ্যান দৈনিক বৃদ্ধির নিরিখে এখনও পর্যন্ত রেকর্ড।

সংক্রমণে লাগাম পরাতে করোনাবিধি পালন, নমুনা পরীক্ষা ও টিকাকরণে জোর দেওয়া হয়েছে। গতকাল দেশজুড়়ে ১৫ লক্ষের ১৩ হাজার ৩৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে প্রায় ৯৪ লক্ষ মানুষের। করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪৯ কোটি ৬৬ লক্ষের বেশি।

Read in English

Corona Vaccination Corona in India Corona Today coronavirus Covid-19 in India corona COVID-19 Corona Death
Advertisment