Coronavirus India Updates: অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ ও সংক্রমণের হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই লকডাউন তুলে নিল তেলেঙ্গানা। শনিবার রাজ্য সরকার সিদ্ধান্তের কথা জানিয়েছে। মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দফতরের তরফে জানানো হয়েছে, দৈনিক আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার অনেকটাই কমে এসেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই সরকার লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী দফতর টুইট করে জানিয়েছে, সমস্ত রাজ্য সরকারি বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করার জন্য। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতদিন করোনার বাড়বাড়ন্তের জন্য রাজ্য লকডাউন বলবৎ ছিল। কিন্তু গত কয়েকদিন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী। তাই এবার স্বাভাবিক গতিতে সব কিছু চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুন অক্সিজেন বন্ধ রেখে মকড্রিল! আগ্রার সেই নার্সিংহোমকে ক্লিনচিট যোগী সরকারের
এদিকে, করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা ফের একবার উসকে দিলেন এইমস প্রধান। দিল্লি এইমস-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া শনিবার বলেন, ‘আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।‘ এই ঢেউ অনিবার্য, এমন আশঙ্কা উসকে দিয়ে এই স্বাস্থ্যকর্তার মন্তব্য, ‘ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে টিকাকরণ সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ।‘
আরও পড়ুন ‘তৃতীয় ঢেউ অনিবার্য ধরেই হটস্পট চিহ্নিত করুক রাজ্যগুলো’, পরামর্শ এইমস প্রধানের
ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ায় বিপরীত প্রভাব পড়তে পারে। এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে দেশব্যাপী। সেই আশঙ্কা দূর করে এইমস কর্তা বলেন, ‘দুটি ডোজের ব্যবধান বাড়ায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আনলক পর্বে করোনা বিধি মেনে চলুন আর টিকা গ্রহণে উদ্যোগী হন।‘
আরও পড়ুন Covaxin: কোভ্যাক্সিনে কি কচি বাছুরের সিরাম থাকে?
তৃতীয় ঢেউ রোধে কী পরিকল্পনা নিতে হতে পারে রাজ্যের? এই প্রসঙ্গে এইমস প্রধান বলেন, ‘বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা শুরু হয়েছে। দ্বিতীয় ঢেউয়ের উদাহরণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগে সংক্রমণের হটস্পটগুলি চিহ্নিত করে কোভিড পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে আগামী কয়েকদিনে।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন