Advertisment

১০৯ দিন পর ফের দেশ জুড়ে করোনার ভয়ানক দাপট, অ্যাকটিভ আক্রান্ত ছাড়াল ৫ হাজার

এই সকল রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ানো, উপযুক্ত কোভিড বিধি মেনে চলার পাশাপাশি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে উৎসাহিত করার জন্য রাজ্যসরকারের কাছে এক নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
India covid cases, India covid cases rise, Covid 19 news, indian express

আবারও ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ! চার মাস পরে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। ছয়রাজ্যে জারি চূড়ান্ত সতর্কতা। এই সকল রাজ্যগুলিকে কোভিড টেস্ট, ট্র্যাকিং, উপযুক্ত কোভিড বিধি মেনে চলা,পাশাপাশি টিকাকরণের ক্ষেত্রেও কড়া সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Advertisment

ক্রমবর্ধমান করোনাভাইরাসের সংক্রমণের কারণে আবারও দেশ জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। চার মাস পরে, একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক সপ্তাহে, দেশে হুহু করে বেড়েছে কোভিডে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশে দাপিয়ে বেড়াচ্ছে H3N2 ভাইরাস, অ্যাডিনোভাইরাস। আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে একলাফে বহুগুণ। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ৬টি রাজ্যকে 'মাইক্রো লেভেলে' পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১৬ মার্চ) একদিনে দেশে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৬২৩-এ পৌঁছেছে। এর আগে গত বছরের ১২ নভেম্বর শেষবারের মত একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৩৪জন। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫হাজারের বেশি।

এই ৬টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে

কোভিড-১৯-এর প্রকোপ বাড়ায় কেন্দ্রীয় সরকার ৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালায় লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে জারি করা হয়েছে এই সতর্কতা। এই সকল রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ানো, উপযুক্ত কোভিড বিধি মেনে চলার পাশাপাশি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে উৎসাহিত করার জন্য রাজ্যসরকারের কাছে এক নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে মহারাষ্ট্রে গত এক সপ্তাহে সংক্রমণের ঘটনা ৩৫৫ থেকে বেড়ে ৬৬৮ হয়েছে। গুজরাটে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা ১০৫ থেকে বেড়ে হয়েছে ২৭৯, তেলেঙ্গানায় ১৩২ থেকে এই সংখ্যা বেড়ে হয়েছে ২৬৭। তামিলনাড়ুতেও হুহু করে ছড়াচ্ছে করোনা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ থেকে বেড়ে হয়েছে ২৫৮। এবং কেরালায় ৪৩৪ থেকে বেড়ে কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫৭৯। একই সময়ে, কর্ণাটকে সংক্রমণের ঘটনা ৪৯৩ থেকে বেড়ে হয়েছে ৬০৪। ভূষণ রাজ্য সরকারগুলিকে পাঁচটি কৌশল অবলম্বনের ওপর জোর দিয়েছেন। চিকিত্সা, ট্র্যাক, কোভিড উপযুক্ত আচরণ, টিকা দেওয়ার কৌশল অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মনিটরিং জরুরি

এই ৬টি রাজ্যকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেছেন যে কয়েকটি রাজ্যে বিপুল সংখ্যক করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ৮মার্চ পর্যন্ত এক সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ২০৮২টি হলেও পরের সপ্তাহে তা বেড়ে হয়েছে ৩২৬৪।

পাশাপাশি কোভিডের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য জিনোম সিকোয়েন্সিং, নমুনা সংগ্রহ এবং করোনা ভাইরাসের ক্ষেত্রে নজরদারি, জনবহুল জায়গায় কোভিড উপযুক্ত আচরণ অনুসরণ করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নির্দেশ জারি করেছে।

কর্ণাটকে কোভিড সংক্রমণের জেরে একজন রোগীরও মৃত্যু হয়েছে, যার কারণে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০হাজার ৭৯০। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৪কোটি ৪১লাখের বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। একই সময়ে, কোভিড-১৯-এর কারণে মৃত্যুর হার মাত্র ১.১৯ শতাংশ। দেশে রোগীদের সুস্থ হওয়ার জাতীয় হার ৯৮ দশমিক ৮০ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশে দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত ২২০.৬৪ কোটি ডোজ কোভিড টিকাদানের কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৭ আগস্ট, ২০২০-এ, ভারতে করোনাভাইরাস সংক্রামিত সংখ্যা ২০ লাখ, ২৩ আগস্ট, ২০২০-এ, ৩০ লাখ এবং ৫ সেপ্টেম্বর, ২০২০-এ করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

India Corona
Advertisment