বিশ্বব্যপী কোভিডের জরুরি অবস্থার সমাপ্তি! হু-এর ঘোষণার হাঁফ ছেড়ে বাঁচল বিশ্ববাসী, অতিমারীর ৩ বছর পর স্বস্তির বার্তা দিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে কোভিড-১৯ ঘিরে বিশ্ব স্বাস্থ্যের জরুরি অবস্থা শেষ হয়েছে। করোনার সংখ্যা কমার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ একটি বড় ঘোষণা করে সারা বিশ্বের মানুষকে সুখবর দিয়েছে। হু ঘোষণা করেছে, করোনা এখন আর বৈশ্বিক মহামারি নয়। তবে এর মানে এই নয় যে করোনা শেষ হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে করোনা আর এখন থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার কারণ নয়। পাশাপাশি এও বলা হয়েছে করোনা ভাইরাস এখনো শেষ হয়নি। এটি এখনও পরিবর্তিত হচ্ছে। নতুন রূপের আবির্ভাব হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে, মৃত্যুর ক্ষেত্রে কিছুটা ঝুঁকি রয়েই গিয়েছে।২০২০ সালের ৩০ জুন স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা বলে করোনাকে ঘোষণা করে হু। আজ বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে করোনার জন্য জারি হওয়া বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে।
করোনা শেষ! COVID 19 নিয়ে বিরাট ঘোষণা' হু'র। বিশ্বব্যাপী উদ্বেগের কারণ নয় সাফ জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা নিয়ে বিশ্বকে দারুণ স্বস্তির বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লুএইচও কোভিড-১৯ সম্পর্কে এক বড় বিবৃতি জারি করেছে। হু জানিয়েছে কোভিড-১৯ আর বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা নয়। জরুরি কমিটির ১৫ তম সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডব্লিউএইচও- এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, “আশার বিষয় আমি কোভিড-১৯ কে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা নয় বলে ঘোষণা করেছি। তার মানে এই নয় যে, করোনা বিশ্ব থেকে বিদায় নিয়েছে, কেবল বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বলে আর করোনাকে বিবেচনা করা হচ্ছে না”।
২০২০ সালের বিশ্বজুড়ে কোভিড ভাইরাসের সংক্রমণ লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও চলেছে কোভিডের হানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, কোভিড সংক্রমণ এখনও বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবেই পরিগণিত হবে না। গত তিন বছর ধরে সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনা। এই বিপজ্জনক সংক্রমণে কোটি কোটি মানুষের মৃত্যুও হয়েছে। কোভিড ১৯ এর বিভিন্ন রূপের কারণে, এই সংক্রমণটি খুবই বিপজ্জনক হয়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাকে মহামারী হিসাবে ঘোষণা করেছিল। এখন করোনা নিয়েই বিশ্ববাসীকে স্বস্তির খবর দিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত জরুরী তালিকা থেকে করোনাকে বাদ দিয়েছে। সোজা কথায়, করোনা এখন আর বিশ্বব্যাপী জরুরি অবস্থা নয়।
WHO জানিয়েছে যে ৩০শে জানুয়ারি কোভিড-১৯ কে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা বলে ঘোষণা করা হয়েছিল। যদিও ডব্লিউএইচও স্পষ্ট করেছে যে করোনা মহামারী এখনও বিশ্বের একাধিক দেশে দাপিয়ে বেড়াচ্ছে। WHO এর মতে, যখন করোনাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা বলে ঘোষণা করা হয়েছিল, তখন চিনে ১০ টিরও কম করোনা আক্রান্তের হদিশ মেলে এবং কেউই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাননি। কিন্তু তিন বছর পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০ লাখে। ডব্লিউএইচও বলেছে, করোনার এত বড় প্রভাব পড়েছে যে স্কুল থেকে অফিস পর্যন্ত বন্ধই ছিল। এই সময়ে অনেকেই মানসিক চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে গেছেন। ধ্বংস করেছে বিশ্ব অর্থনীতি।