Advertisment

ভারতে৮ দিনে সংক্রমণ বৃদ্ধি ৬.৩ গুণের বেশি, বাড়ছে ওমিক্রনের প্রকোপও, চূড়ান্ত উদ্বেগ

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ হাজার ৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও পৌঁছে গিয়েছে ২ লক্ষে। যা গত ৮১ দিনে সর্বাধিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra recorded over Covid-19 15,000 new cases, Mumbai’s cases slip below 1,000 mark

মোটের উপর সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে মহারাষ্ট্রে।

ভারতজুড়ে সংক্রমণ ফের ত্রাসে পরিণত হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ হাজার ৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও পৌঁছে গিয়েছে ২ লক্ষে। যা গত ৮১ দিনে সর্বাধিক। করোনার এই বাড়বাড়ন্তের মধ্যেই আতঙ্ক ওমিক্রনের সংখ্যা বৃদ্ধি ঘিরেও। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৫ জন। ওমিক্রনের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৬৫৩ জন। তালিকায় এরপরই রয়েছে দিল্লি (৪৬৪), কেরালা (১৮৫), রাজস্থান (১৭৪), গুজরাট (১৫৪) ও তামিলনাড়ু (১২১)।

Advertisment

রাজধানী দিল্লিতে বুধবার কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জৈনের দাবি, দেশে মহামারির তৃতীয় ঢেউ চলছে। দিন কয়েক আগেই কেজরিওয়াল সরকার ঘোষণা করেছিল যে, করোনা পজিটিভ হলেই আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। কিন্তু এখন যে হারে করোনা আক্রান্ত হচ্ছেন, তাতে পরিকাঠামো অনুযায়ী সব সংক্রমিতের জিনোম সিকোয়েন্স টেস্ট অসম্ভব। স্পষ্ট জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। দিল্লিতে প্রতিদিন এখন ৯০ হাজার করে করোনা পরীক্ষা হচ্ছে।

সংক্রমণে লাগাম দিতে ইতিমধ্যেই কড়া স্বাস্থ্যবিধি কার্যকরে ঘোষণা করেছে দিল্লি সরকার। রোজ রাত্রীকালীন কার্ফু ও সপ্তাহান্তে কার্ফু জারি হয়েছে। সরকারি কর্মীদের (জরুরি পরিষেবা ছাড়া) ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে। বেসরকারি সংস্থা সর্বাধিক কর্মী সংখ্যার ৫০ শতাংশ নিয়ে কাজ করছে।

মহারাষ্টের করোনার প্রকোপ বেশি। মুম্বই সহ ওই রাজ্যের সব বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও যাত্রীদের সাত দিনের কোয়ারেন্টিনে থাকা আবশ্যিক বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।

এদিকে, গোয়াতে কর্ডেলিয়া ক্রুজের ৬৬ জন যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়েছে। ক্রুজটি মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইতে ফিরে আসে, যেখানে পৌরসভার কর্মীরা ২ হাজারের বেশি যাত্রীকে স্ক্রিনিং করেন। গোয়ায় ৬ জন ওমিক্রন আক্রান্ত। এরা প্রত্যেকেই ব্রিটেনের নাগরিক। গোয়ায় বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

পাঁচ মাস পরে ওড়িশাতেও দৈনিক সংক্রমণ রেকর্ড স্পর্ষ করেছে। বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ২৪ গন্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,২১৬ জন। এর মধ্যে ১৮৭ জন অপ্রাপ্তবয়স্ক।

পাঞ্জাবে শিরোমণই অকালি দলের প্রধান সুখদেব সিং ধিন্দসা করোনায় আক্রান্ত। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।

Read in English

corona Corona India Omicron Omicron variant Omicron and child health Omicron Cases
Advertisment