কেবলমাত্র পরিচয় পত্রের অভাবের জন্য যে সকল ষাটোর্ধ্ব ব্যক্তি এখনও করোনা টিকা পাননি তাদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্প আয়োজন করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)এর এক চিকিৎসক। গতকাল এই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয় দিল্লির রাজঘাটে। সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০ টে পর্যন্ত চলে এই বিশেষ ক্যাম্প। ২৫০ জন যোগ্য ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে। যাদের মধ্যে ৬০ জনকে ফ্লু-এর বিশেষ টিকা দেওয়া হয়। শহরের অন্তত ১৯টি বৃদ্ধাশ্রমের আবাসিক এবং ৭৪টির বেশি পরিবারের টিকাহীন ব্যক্তিরা এই অনুষ্ঠানে সকাল থেকে হাজির হন।
হটাত করে কেন এমন অভিনব এই উদ্যোগ? এবিষয়ে ডাক্তার প্রসূন চ্যাটার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একান্ত এক সাক্ষাতকারে জানান, ‘বৃদ্ধাশ্রমের অধিকাংশ আবাসিকদের কাছে অনেকসময় বৈধ পরিচয় পত্র না থাকার কারণে তাঁরা টিকার একটি ডোজও এখনও নিতে পারেননি। অথচ প্রবীণ নাগরিকদের মধ্যে করোনার ভয় সব থেকে বেশি। অনেকেই আছেন যারা মানসিক ভাবে অসুস্থ যাদের টিকাকেন্দ্রে যাওয়ার ক্ষমতা নেই। তাই তাঁদের সকলের কথা ভেবেই এই উদ্যোগ’।
আরো পড়ুন: সংক্রমণ কমতেই দিল্লিতে কমল টিকাদানের হার
তিনি আরও জানান, ‘প্রায় ১৫ শতাংশ বয়স্ক মানুষ আছেন যারা এখনও টিকার একটি মাত্র ডোজও পাননি। আমাদের দ্রুত তাঁদের কাছে পৌঁছাতে হবে। এবং অবিলম্বে টিকাদানের কাজ সম্পন্ন করতে হবে’।
একই সঙ্গে তিনি জানান, “অনেকে টিকাদান কেন্দ্র বিভিন্ন রোগের কারণে টিকা দিতে যেতে ভয় পায় তবে তাদের পক্ষে হাসপাতালে যাওয়া সবসময় সম্ভব হয় না। এবং, যাদের বেশির ভাগ সহ-অসুস্থতা আছে তারাই। যাদের সত্যিই টিকার দরকার কারণ তারা গুরুতর রোগের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে,”
বর্তমানে কেবল আধার কার্ড ছাড়াও, সরকার, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর, (জাতীয় জনসংখ্যা নিবন্ধন) স্মার্ট কার্ড এবং টিকা দেওয়ার জন্য ছবি সহ পেনশন নথি গ্রহণ করা হচ্ছে। তবে শহরে যাদের কাছে কোন বৈধ পরিচয়পত্র নেই তাঁদের জন্যও টিকাদানের বিষয়ে সরকারের তরফে জেলার টাস্কফোর্সকে এব্যাপারে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে।