Advertisment

সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে ৯০%-এর বেশি কার্যকর কোভিশিল্ড! সুখবর দিল প্রতিরক্ষা মন্ত্রক

Covishield Covid Vaccine: এই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন প্রত্যেকেই সুস্থ ও স্বাস্থ্যবান। অনেকেরই কোমর্বিডিটি নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Covidshield Vaccine, Vaccination, 18-44 years, Bengal Vaccination

ভারতে সিরাম ইনস্টিটিউট তৈরি করছে এই টিকা।

Covishield Covid Vaccine: দেশব্যাপী দৈনিক সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আশা জাগাল প্রতিরক্ষা মন্ত্রকের সমীক্ষা। সেই সমীক্ষায় বলা, নতুন করে সংক্রমণ প্রতিরোধে ৯৩% কার্যকর কোভিশিল্ড। ৯৮% মৃত্যুও রুখছে সিরাম ইনস্টিটিউটের এই টিকা। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রায় ১৫ লক্ষ ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনাযোদ্ধার ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য হাতে পেয়েছে মন্ত্রক। সেই রিপোর্টে উল্লেখ, এটাই কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা।

Advertisment

সমীক্ষায় বলা হয়েছে, এই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন প্রত্যেকেই সুস্থ ও স্বাস্থ্যবান। অনেকেরই কোমর্বিডিটি নেই। তবে প্রবীণ এবং শিশুদের উপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্য নেই ওই রিপোর্টে।

 জানুয়ারি মাসের ১৬ তারিখ থেকে দেশব্যাপী  কোভিড টিকাকরণ চালু হয়েছে। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনার সঙ্গে যুক্তরা কবে প্রথম ও দ্বিতীয় টিকা নিয়েছেন? কে, কবে কোভিডে আক্রান্ত হয়েছেন? কত জনের মৃত্যু হয়েছে? সেই সব তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এমনটাই দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এদিকে, তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবচেয়ে বেশি প্রভাবিত হবে শিশু চিকিৎসা। এই সতর্কতা মাথায় রেখে শিশু চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে নবান্ন। শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়ানো হচ্ছে এই  ইউনিটের সংখ্যা।

রাজ্য স্বাস্থ্য দফতর মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলেছে, আগামি ২-৭ অগাস্ট পর্যন্ত এসএসকেএম, এনআরএস ও কলকাতা মেডিক্যাল কলেজের মতো সরকারি হাসপাতালে প্রশিক্ষণ শিবির চলবে। নেফ্রোলজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা, পিকু (PICU), নিকু (NICU), এসএনসিইউ (SNCU) ও ডায়ালিসিস বিভাগের মেডিক্যাল অফিসার এবং টেকনিশিয়ানরা এই প্রশিক্ষণে অংশ নেবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Defence Ministry Corona India Vaccine Efficacy Covishield Vaccine
Advertisment