একদিনে করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে ভারতে। তবে এরই মধ্যে অগাস্টের শেষ সপ্তাহে দেশে ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে চলেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। শুক্রবারই এই বিষয়ে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। দেশের ১৭টি কেন্দ্রে কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ হবে।
আইসিএমআর-এর আধিকারিকরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে এটি একটি রুটিন মিটিং। কীভাবে এই ট্রায়াল হবে, কী কী সতর্কতা নিতে হবে, কোন নির্দেশিকা পালন করতে হবে এই সব প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। এথিক্স কমিটির থেকে অনুমতি পাওয়ার পর আরও দু'সপ্তাহ সময় লাগবে স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্ত করতে। আধিকারিকরা জানিয়েছেন ২৫ অগাস্ট কিংবা ২৮ অগাস্ট থেকে শুরু হবে ট্রায়াল।
আরও পড়ুন, ভারতে ভ্যাকসিনের দাম হবে সবচেয়ে কম! করোনা রুখতে এগিয়ে দেশ
বিশ্বে করোনা ভ্যাকসিন প্রস্তুতিতে বিশেষ সাফল্য পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গাঁটছড়া বাঁধে এসআইআই। এবার এই যৌথ উদ্যোগের সুবাদে ভারতে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। এই কাজে সম্মতিও পেয়ে গিয়েছে তাঁরা। এখানে দেখা হবে, বিভিন্ন রকমের মানুষের মধ্যে কতটা কার্যকরী হতে পারছে এই ভ্যাকসিন। আদৌ রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হচ্ছে কি না।
এই মুহুর্তে এই ভ্যাকসিন ট্রায়ালের সমস্ত প্রোটোকল খতিয়ে দেখছে কেন্দ্রগুলির ডিরেক্টররা। পুনের চারটি কেন্দ্রে চলবে ক্লিনিকাল ট্রায়াল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন