Advertisment

CoWIN ভ্যাকসিন পোর্টাল থেকে তথ্য ফাঁসের অভিযোগ, বিহার থেকে গ্রেফতার যুবক, শোরগোল!

জানা গিয়েছে অভিযুক্তের মা বিহারের একজন স্বাস্থ্যকর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
"cowin data leak, cowin, cowin data breach, cowin database, was cowin database leaked, govt statement on cowin data leak, aadhar, vaccination, Indian express

CoWIN ভ্যাকসিন পোর্টাল থেকে তথ্য ফাঁসের অভিযোগে পুলিশের পদক্ষেপ।সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লি পুলিশ বিহার থেকে এক ব্যক্তিকে তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার করেছে। জানা গিয়েছে অভিযুক্তের মা বিহারের একজন স্বাস্থ্যকর্মী।

Advertisment

কো-উইন পোর্টাল থেকে তথ্য  ফাঁস মামলায় বিহার থেকে গ্রেফতার এক ব্যক্তি, অভিযোগ কো-উইন পোর্টাল থেকে তথ্য টেলিগ্রামে শেয়ার করা হয়েছে। কো-উইউন পোর্টাল থেকে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার বিষয়ে একটি রিপোর্ট ঘিরে শোরগোল পড়ে যায়। রিপোর্টে বলা হয় একাধিক রাজ্যের কো-উইন পোর্টালে নিবন্ধিত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে টেলিগ্রামে। এর পরই দিল্লি পুলিশের বিশেষ টিম বিষয়টি তদন্ত শুরু করে।

তদন্তে নেমেই দিল্লি পুলিশের হাতে গ্রেফতার বিহারের এক যুবক। সূত্রের খবর, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তিনি কো-উইন পোর্টালের ডেটা টেলিগ্রামে ফাঁসের সঙ্গে সরাসরি যুক্ত। এরপর দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত যুবকের মা বিহারে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। পুলিশের সন্দেহ, অভিযুক্ত তার মায়ের অজান্তেই কো-উইন পোর্টালের ডেটা চুরি করে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করেন।

কো-উইন পোর্টাল থেকে ব্যক্তিগত তথ্য ফাঁসের রিপোর্ট সামনে আসার পরে, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয় যে কো-উইন পোর্টাল সম্পূর্ণ সুরক্ষিত এবং পোর্টাল থেকে ডেটা ফাঁস হয়নি। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, যে তথ্য-ফাঁসের অভিযোগ সামনে এসেছে তা পুরনো। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণকের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে। বিরোধীরা এই বিষয়ে সরকারকে তীব্র নিশানা করেছে। বিরোধীদের অভিযোগ যে সরকার জনগণের ব্যক্তিগত তথ্য নিয়ে খেলা করছে এবং তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সহজের ফাঁস হচ্ছে।

Cowin App
Advertisment