Advertisment

করোনার টিকা নেওয়ার অ্যাপ কোউইনকে দেওয়া তথ্য ফাঁস! কী জানাল স্বাস্থ্য মন্ত্রক?

সোমবার সকাল থেকেই এনিয়ে একের পর এক অভিযোগের আঙুল উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
CoWIN

স্বাস্থ্য মন্ত্রকের অ্যাপ কোউইনের তথ্য ফাঁসের অভিযোগ উঠল। স্বাস্থ্য মন্ত্রক অবশ্য সোমবার সেই অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রক দাবি করেছে, তথ্যের সুরক্ষায় কোউইন সম্পূর্ণ নিরাপদ। এর আগে দিনের শুরুতে অভিযোগ উঠেছিল যে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম ভারতীয় নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ভাগ ফাঁস করে দিয়েছে। কোভিডের টিকা নেওয়ার জন্য কোউইনে যে সব তথ্য দেওয়া হয়েছিল, সেসবই ফাঁস হয়েছে।

Advertisment

জবাবে কেন্দ্র বলেছে, 'সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের কিছু পোস্টে দাবি করা হয়েছে যে একটি টেলিগ্রাম (অনলাইন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন) অ্যাকাউন্ট বিওটি ব্যবহার করে, যাদের টিকা দেওয়া হয়েছে, তাঁদের ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করছে। এটা রিপোর্ট করা হয়েছে যে বিওটি শুধুমাত্র একজন সুবিধাভোগীর মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করে পৃথক ডেটা সংগ্রহ করছে। বাস্তবে স্বাস্থ্য মন্ত্রকের পোর্টাল কো-উইন সম্পূর্ণ নিরাপদ। ওটিপি না-দিলে এর অ্যাকাউন্টের ডেটা হাতিয়ে নেওয়া যায় না। কোউইন পোর্টালে ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে।'

বিবৃতিতে এসব জানালেও স্বাস্থ্য মন্ত্রক একইসঙ্গে কিন্তু ভারতীয় কমপিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে (CERT-In) বিষয়টি খতিয়ে দেখতে এবং এনিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ, স্বাস্থ্য মন্ত্রকের কোউইন অ্যাপের তথ্য ফাঁস একশো কোটিরও বেশি টিকা গ্রহীতাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ১২ থেকে ১৪ বছরের মধ্যে রয়েছে চার কোটিরও বেশি শিশু। ৪৫ বছরেরও বেশি বয়সির সংখ্যাটা ৩৭ কোটিরও বেশি। যার একটি উল্লেখযোগ্য অংশ আবার প্রবীণ নাগরিকের মর্যাদা পান।

আরও পড়ুন- রথের সময় চাইলেও পুরীতে করা যাবে না এই কাজ, অনিয়মে বড় বিপদ

করোনা আবহে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে কোউইন অ্যাপ চালু করেছে স্বাস্থ্য় মন্ত্রক। টিকা নেওয়ার জন্য এই অ্যাপে ব্যক্তির নামধাম থেকে যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকছে। আর, সেসব তথ্য নথিবদ্ধ থাকছে ব্যক্তির আধার নম্বরের সাহায্যে। সেসব তথ্যই ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যে অভিযোগ অস্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রক।

coronavirus health Ministry Cowin App
Advertisment