/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/Untitled-design-14-2.jpg)
কানহাইয়া কুমার (বাঁদিক থেকে দ্বিতীয়) এবং জিগ্নেশ মেবানির( বাঁদিক থেকে চতুর্থ) সঙ্গে রাহুল গান্ধি।
Kanhaiya Kumar Joins Congress: ২০২৪ সাধারণ নির্বাচনের আগে বড় চমক দিল কংগ্রেস। মঙ্গলবার ঘোষণা মোতাবেক হাত শিবিরে যোগ দিলেন বাম যুবনেতা কানহাইয়া কুমার। জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা এবং ২০১৯ নির্বাচনের সিপিআই প্রার্থী এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির উপস্থিতিতেই দলবদল করেন। এদিনে কানহাইয়া কুমারের সঙ্গে গুজরাতের নির্দল বিধায়ক জিগ্নেশ মেবানির কংগ্রেস যোগদানের কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে আদর্শগত ভাবে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। এদিন জানান এই দলিত নেতা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/kanhaiya-kumar.jpg)
এদিকে, কংগ্রেসে যোগ দিয়ে এই কানহাইয়া কুমার বলেন, ‘আরও অনেকের মতো আমিও মনে করি কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না। এটা কোনও রাজনৈতিক দল নয়, বরং আদর্শ। দেশের সুপ্রাচীন এবং গণতান্ত্রপ্রিয় দল কংগ্রেস। আমি গণতন্ত্র শব্দে বেশি জোর দিচ্ছি।‘
কংগ্রেস যোগ না দেওয়া প্রসঙ্গে জিগ্নেশ বলেন, ‘আমি যোগ দিলে সম্ভবত বিধায়ক পদ খারিজ হবে। আমি একজন নির্দল প্রার্থী। তাই কংগ্রেসের আদর্শের সঙ্গেই কাজ করব। আগামি গুজরাত বিধানসভা ভোটে কংগ্রেসের প্রতীকেই লড়াই করব।‘
অপরদিকে, জেএনইউ-র ছাত্র রাজনীতি থেকে উত্থান কানহাইয়া গত সাধারণ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীর গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেননি। ক্রমশ সিপিআই দলে তাঁর দমবন্ধকর অবস্থা ছিল। তাই এই দলবদল কানহাইয়ার। এমনটাই কুমার ঘনিষ্ঠদের দাবি। সম্প্রতি কংগ্রেসের হাত ছেড়েছে একাধিক তরুণ মুখ। সেই তালিকায় নাম—সুস্মিতা দেব, জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো পরিচিত মুখ। সেই আবহে কানহাইয়া এবং জিগ্নেশের হাত শিবিরে যোগদান দলকে খানিকটা উজ্জীবিত করবে। এমনটাই কংগ্রেস নেতৃত্বের দাবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন