Advertisment

সিপিএম পার্টি কংগ্রেসের সিদ্ধান্তঃ ইয়েচুরিই সম্পাদক

২২ তম পার্টি কংগ্রেসে পুরনো সম্পাদককেই রেখে দিল সিপিএম। দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত সীতারাম ইয়েচুরি। নতুন পলিটব্যুরো বেছে নিল নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
CPI (M) General Secretary Sitaram

অভিযোগ পেয়েই তিনি কেরালা রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দেন বলে জানান সীতারাম ইয়েচুরি. (ফাইল ফোটো)

সিপিআই এমের সাধারণ সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি। ২২তম পার্টি কংগ্রেস থেকে দেওয়া সিপিআইএমের প্রেস বিবৃতিতে এ খবর জানা গেছে। পার্টি কংগ্রেস থেকে নতুন যে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে, তাতে রয়েছেন ৭৫জন। এ ছাড়া আরও ১৯ জন নতুন সদস্য রয়েছেন কমিটিতে। আর একজন নতুন মহিলা সদস্যের নাম ঘোষণা বাকি রয়েছে। ৭৫ জনের কেন্দ্রীয় কমিটিতে মোট ১৩ জন মহিলা রয়েছেন। সে ১৩ জনের মধ্য়ে রয়েছে বৃন্দা কারাত, সুভাষিণী আলির নাম। কেন্দ্রীয় কমিটিতে এ রাজ্য থেকে নতুন স্থান পেলেন রবীন দেব, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরীর মত নেতারা। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে গেলেন অমিয় পাত্রও।

Advertisment

আরও পড়ুন, উত্তর সত্য, সাংবাদিকতা এবং আমরা

পার্টির কন্ট্রোল কমিশনে যে পাঁচজন রয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বাসুদেব আচার্য ও বনানী বিশ্বাস।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি তাদের প্রথম বৈঠকেই মোট ১৭জন পলিটব্যুরো সদস্যকে বেছে নিয়েছে। ওই ১৭ জনের মধ্যে মহিলা বলতে কেবল সুভাষিণী আলি ও বৃন্দা কারাত। প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি ছাড়াও পলিটব্যুরোয় রয়েছেন ত্রিপুরার সদ্য পরাজিত মুখ্যমন্ত্রী মানিক সরকার, রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, হান্নান মোল্লা, মহম্মদ সেলিমের মতো নেতারা।

Cpm
Advertisment