Advertisment

১ টি প্রাণের দাম ৩০০ টি প্রাণের সমান?

ওই কুমীর প্রজননকেন্দ্রে মধ্য চল্লিশের এক ব্যক্তি কুমিরের আক্রমণে মারা যান। তারই প্রতিশোধ নিতে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন ওই প্রজনন কেন্দ্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
Local residents look at the carcasses of hundreds of crocodiles from a farm after they were killed by angry locals following the death of a man who was killed in a crocodile attack in Sorong regenc

প্রজনন কেন্দ্রে হত্যা করা হল ২৯২ টি কুমির

স্তূপাকার হয়ে পড়ে রয়েছে মৃত কুমিরের দেহ। তারই পাশে দাঁড়িয়ে হত্যাকারীরা। ইন্দোনেশিয়ার একটি প্রজনন কেন্দ্রে হত্যা করা হল ২৯২ টি কুমির। কুমিরের মৃতদেহের ছবি ইতিমধ্যে সেনসেশন ছড়িয়েছে সোশ্যাল সাইটে। রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী ছুরি, হাতুড়ি ও ভোঁতা লাঠি দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে কুমিরগুলোকে। এত ক্রোধের কারণ, ওই কুমীর প্রজননকেন্দ্রে মধ্য চল্লিশের এক ব্যক্তি কুমিরের আক্রমণে মারা যান। তারই প্রতিশোধ নিতে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন ওই প্রজনন কেন্দ্রে।

Advertisment

publive-image কুমির সংরক্ষণের জন্য প্রজনন কেন্দ্র গঠন করা হয়েছিল।

publive-image প্রতিশোধ তুলতে কুমির নিধন করেন গ্রামবাসীরা

Some of the hundreds of crocodiles, killed by angry locals after a man was killed in a crocodile attack পরে ওই কুমিরের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়

Advertisment